ফের ভাইরাল রিয়া চক্রবর্তীর ১১ বছর আগের টুইট

সময় বাংলা # সুশান্ত মামলায় মাদককান্ডে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। রিয়া চক্রবর্তীকে ১৪ দিনের বিচারবিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।মাদককান্ডে রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পরে বিতর্ক উঠেছে গোটা দেশ জুড়ে।আর সেখান থেকেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার টুইট।আর যেটা ঘিরে উত্তাল নেট নাগরিক।
২০০৯ সালে মাদক পাচারের কারণে ধৃত এক মহিলাকে জেলে পাঠানো হয়েছিল।সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে টুইট করেছিলেন অভিনেত্রী রিয়া।সেই টুইটই আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২০০৯ সালে সেই টুইটারে অভিনেত্রী লিখেছিলেন, ''ভারতীয় মেয়েটি ভীতিজনক কাহিনী থেকে সবেমাত্র বের হয়ে এসেছিল...যাকে মাদকদ্রব্য পাচারের জন্য় সাড়ে ৪ বছর জেলে কাটাতে হয়েছে।''
আর সেই প্রসঙ্গে নেটনাগরিকদের মন্তব্য ''কী ভবিষ্যৎ বাণী, রিয়াই সেই ভারতের উত্তর।'' আরও একজন আবার লিখেছেন, ''কে জানতো, রিয়া হয়ত নিজের কথাই লিখেছিলেন''। আবার আরেকজনের বক্তব্য, ''রিয়া তো জোতিষী, যার ভবিষ্যৎ বাণী বাস্তব হয়েছে''।তবে সুশান্ত মামলায় মাদককান্ডে রিয়ার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হচ্ছে তাতে জানা যাচ্ছে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে।
just stepped out of a weird scary engrossing story of an indian girl ....who served 4 n a half year jail sentence for narcotic trafikking,,
— Rhea Chakraborty (@Tweet2Rhea) November 19, 2009