আজই ১১ হাজার চাকরি প্রার্থীকে দেওয়া হচ্ছে নিয়োগপত্র ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজই ১১ হাজার চাকরি প্রার্থীকে দেওয়া হচ্ছে নিয়োগপত্র ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ১১ হাজার চাকরি প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে চাকুরীর নিয়োগপত্র, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উত্‍কর্ষ বাংলার কর্মসূচিতে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ উত্‍কর্ষ বাংলার অধীনে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকুরীর নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্‍কর্ষ বাংলা প্রকল্পের আওতায় যারা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগ পত্র।

রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, 'রাজ্যের জব ফেয়ারে যারা অংশ নিয়েছিলেন, তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান,' যারা জেলা থেকে এসেছেন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন জেলার নোডাল অফিসাররা। ৩০ হাজারের বেশি ছেলেমেয়ের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে'। মুখ্যমন্ত্রী জানান, 'বাংলা সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য। আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত। ২৩ শে মার্চ বার্লিনে দেওয়া হবে পুরস্কার। সম্ভব হলে আমি নিজে পুরস্কার নিতে যাব। কন্যাশ্রী ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে সম্মানিত। উত্‍কর্ষ বাংলা তার উত্‍কর্ষতার মান রাখছে।'

মুখ্যমন্ত্রী আরও জানান, 'গর্ব করে বলতে চাই, এই সরকার যখন ক্ষমতায় এসেছিল আমার জীবনে দেখা একটা স্বপ্ন ছিল, বাংলা বিশ্বসেরা হবে, বাংলার ছেলে মেয়েরা সারা বিশ্বকে জয় করবে। এটা আমার জীবনের একটা স্বপ্ন।বাংলায় গত বছরে প্রায় ৪৫ হাজার মেয়েরা চাকরি পেয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। সব ডিপার্টমেন্টগুলো এক করে আমি উত্‍কর্ষ বাংলা তৈরি করেছিলাম আজকে আমি খুশি নামের সঙ্গে কাজের পরিচয় মিলিয়ে বাংলা উত্‍কর্ষতার মান দেখিয়েছে।'