5G Service: আর বেশিদিন অপেক্ষা নয়, সেপ্টেম্বর থেকেই কলকাতায় চালু হচ্ছে ৫জি পরিষেবা

5G Service: আর বেশিদিন অপেক্ষা নয়, সেপ্টেম্বর থেকেই কলকাতায় চালু হচ্ছে ৫জি পরিষেবা

বছরের শেষ অবধিও অপেক্ষা করতে হবে না আর। আগামী মাস থেকেই দেশে মিলবে ৫জি টেলিকম পরিষেবা। এমনটাই জানা গেল কেন্দ্রীয় সূত্রে। প্রথম ধাপেই কলকাতায় পাওয়া যাবে ৫জি পরিষেবা। টেলিকম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই দেশে ৫জি ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে।

প্রথম ধাপেই দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, চণ্ডীগঢ়, বেঙ্গালুরু, চেন্নাই, গাঁধীনগর সহ মোট ১৩টি শহরে এই উচ্চ গতি ও ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। এরপর ধাপে ধাপে দেশের বাকি প্রান্তগুলিতেও চালু হবে ৫জি পরিষেবা।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকেই কলকাতা, দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগঢ়, চেন্নাই, হায়দরাবাদ,গাঁধীনগর, জামনগর, গুরুগ্রাম, লখনউ, পুণেতে চালু হবে ৫জি পরিষেবা। ইতিমধ্যেই পরিষেবা চালুর জন্য প্রস্তুতি শুরু করেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি।

চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানিয়েছিলেন, ৫জি স্প্রেকট্রামের নিলাম শেষ হয়ে গিয়েছেষ চলতি বছরের অক্টোবর মাস থেকেই দেশে ৫জি ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে। গ্রাহকদের এই নতুন পরিষেবা দেওয়ার জন্য যেন টেলিকম সংস্থাগুলি প্রস্তুত থাকে। কেন্দ্রীয় মন্ত্রীর সেই নির্দেশ মতোই রিলায়েন্স জিও, এয়ারটেল, ভি (ভোডাফোন-আইডিয়া) সংস্থা তাদের ৫জি পরিষেবা চালু করার কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, জিও ও এয়ারটেলের প্রস্তুতি প্রায় শেষ। ইতিমধ্যেই ব্যান্ড বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর থেকেই তারা পুরোদমে ৫জি পরিষেবা দিতে সক্ষম হবে।

জল্পনা ছিল, চলতি বছরের ১৫ অগস্টই, স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫জি ইন্টারনেট পরিষেবার সূচনা করতে পারেন। কিন্তু বিশেষ কিছু কারণে তা সম্ভব হয়নি। তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, শীঘ্রই ৫জি পরিষেবা চালু হবে। সূত্রের খবর, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে ৫জি পরিষেবা। প্রথম ধাপে ট্রায়াল হিসাবে ১৩টি শহরে এই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে। গোটা দেশে চালু হতে ২০২৩ সালের মাঝামাঝি বা শেষভাগ অবধি সময় লেগে যেতে পারে।