বন দফতরে 'গজমিত্র' নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগ, জানালেন মন্ত্রী

বন দফতরে 'গজমিত্র' নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগ, জানালেন মন্ত্রী

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা গ্রেফতার হয়েছেন এই মামলায়। তার মাঝে বন দফতরে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের বন দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

'গজমিত্র' নামে নতুন পদ তৈরি করল রাজ্য বন দফতর। এই পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বন দফতরে 'গজমিত্র' নামে পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বনাঞ্চলে হাতির গতিবিধির উপর নজর রাখতে এই পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানান, বনাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দারা এই চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যাদেরকে নিয়োগ করা হবে 'গজমিত্র' পদে, সরকারের তরফে তাঁদেরকে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন। সেই ফোনে ইনস্টল করে দেওয়া হবে বিশেষ অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় হাতির গতিবিধি সংক্রান্ত খবরাখবর তাঁরা পাঠাবেন বন দফতরের কাছে।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন এলাকায় নানা সময়ে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত থেকে বাড়িঘর। ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। শুধু তাই নয়, যখন তখন রেল লাইনের উপর চলে আসায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বহু হাতির। অকালে হাতি মৃত্যু রুখতেও এই পদের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সবদিক মাথায় রেখে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।