6G Service : কবে শুরু 6G পরিষেবা? 5G আসার আগেই বড় ঘোষণা মোদীর

6G Service : কবে শুরু 6G পরিষেবা? 5G আসার আগেই বড় ঘোষণা মোদীর

পেক্ষা আর কিছুদিন। ভারতে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত 5G পরিষেবা। যা নিয়ে ইতিমধ্যে একাধিক ঘোষণা করে ফেলেছে Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea (Vi) এর মতো টেলিকম সংস্থাগুলি। তবে এরই মাঝে বড় ঘোষণা করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২ গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে 6G পরিষেবার কথা জানান তিনি।

কবে আসছে 6G পরিষেবা?

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২ গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে ভার্চুয়ালি নরেন্দ্র মোদী জানান, এই দশকের শেষেই 6G পরিষেবা শুরু হবে। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই সাথে তিনি বলেন, গেমিং এবং বিনোদন সেক্টরে ভারতীয় উপায়ে সমাধানগুলিকে উত্‍সাহিত করছে সরকার।

6G পরিষেবা ছাড়াও এই অনুষ্ঠানে ড্রোন প্রযুক্তি নিয়েও কথা বলেন তিনি। মোদী জানান, ড্রোন প্রযুক্তি, টেলি-কনসালটেশন, ডিজিটাল প্রতিষ্ঠান, ভার্চুয়াল সলিউশন -এই সব ক্ষেত্রেই পরিষেবা থেকে উত্‍পাদন পর্যন্ত প্রচুর সম্ভাবনা রয়েছে। ভারতের তরুণরা কৃষি ও স্বাস্থ্য খাতে ড্রোন প্রযুক্তির ব্যবহারকে উন্নত করার জন্য নতুন সমাধান নিয়ে কাজ করতে পারে। আমরা কীভাবে আমাদের সেচ সরঞ্জাম, সেচ নেটওয়ার্ককে স্মার্ট করতে পারি তারও অনেক সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ভারতে 5G পরিষেবার রোল আউট নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনেকেরই কৌতূহল ভারতে কবে আসবে 5G? এর উত্তরে তিনি বলেন, অক্টোবর ১২ তারিখের মধ্যে প্রাথমিক পর্যায়ে দেশে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে 5G ইন্টারনেট পরিষেবা। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩ টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে।

এই 5G পরিষেবার ফলে দেশের অর্থনীতিতে নতুন সুযোগ-সুবিধা তৈরি হবে। বাড়বে কর্মসংস্থানও। বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা পান ভারতীয়রা। 5G এর ক্ষেত্রেও তা বজায় থাকবে। ওয়ার্ল্ড ক্লাস 5G পরিষেবা পাওয়া যাবে বলে জানান তিনি।