৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, হাইকোর্টের নির্দেশে বেনজির ব্যবস্থা বাংলায়

৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, হাইকোর্টের নির্দেশে বেনজির ব্যবস্থা বাংলায়

পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অন্তত ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। অর্থাত্‍ কম করে ৮০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে পঞ্চায়েত ভোটে। হাইকোর্টের সেই নির্দেশের পর মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বাকি ৪৮৫ কোম্পানি ফোর্স নিয়ে নীরব ছিল দিল্লি। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়ে জানিয়ে দিল, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতেও তারা প্রস্তুত। বিষয়টা হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টেও জানিয়েছে কেন্দ্রের আইনজীবী।

এখনও পর্যন্ত ঠিক রয়েছে যে পঞ্চায়েত ভোট এক দফাতেই হবে। আর দফা ভাঙার যে প্রশ্ন নেই তা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাত্‍ এই এক দফা ভোটের জন্যই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাংলায় পঞ্চায়েত ভোটে যা বিরল শুধু নয়, এক কথায় বেনজির। এই ব্যবস্থা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকল।

২০১৩ সালে পঞ্চায়েত ভোটেও ৮২০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়েছিল। কিন্তু সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাত্র ২৬০ কোম্পানি বাহিনী পাঠিয়েছিল। যেহেতু ভোটগ্রহণ পাঁচ দফায় হয়েছিল, তাই ওই ২৬০ কোম্পানি বাহিনীকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়।

শাসক দলের এক নেতা এদিন বলেন, 'পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপি ভেবেছিল দিল্লি থেকে কম বাহিনী পাঠিয়ে ভোটের দফা বাড়াবে। তা সম্ভব নয়। কারণ, ক'দফায় ভোট হবে তা নির্বাচন কমিশনই স্থির করবে। এই অবস্থায় বেগতিক দেখে বাকি বাহিনী পাঠাতে রাজি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেখা যাক, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর বিজেপি কটা আসনে জেতে?'