বিহারের জন্য ৯০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

বিহারের জন্য ৯০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

সময় বাংলাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে বিহারের বিধানসভা ভোট কে পাখির চোখ করে রবিবার বিহারের জন্য ৯০০ কোটি টাকারও বেশি তিনটি পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন করলেন।দিল্লি থেকে অনলাইনে এই তিনটি প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কার্যত বিহারের নীতীশ কুমার সরকারের হয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন।

এই তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বর্তমান পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর এলপিজি পাইপলাইনটি বিহারের বাঙ্কা পর্যন্ত ১৯৩ কিলোমিটার সম্প্রসারণ করা। রাষ্ট্রায়াত্ত তেল বিপণনকারী সংস্থাটি ওই পাইপলাইন সম্প্রসারণ করেছে। বাংলাতে আইওসি একটি নয়া এলপিজি বটলিং প্লান্ট নির্মাণ করেছে। বটলিং প্লান্টটিতে এই পাইপলাইনের মাধ্যমে পারাদ্বীপ ও হলদিয়া আইওসির পরিশোধনাগার থেকে এলপিজি নিয়ে আসা হবে। এদিন প্রধানমন্ত্রী ঔই এলপিজি বটলিং প্লান্ট উদ্বোধন করেন। এছাড়াও পূর্ব চম্পারন জেলার হরসিধিতে আর এক রাষ্ট্রায়ত্ত বিপণনকারী সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনও একটি এলপিজি বটলিং প্লান্ট তৈরি করেছে এবং সেই প্লান্ট উদ্বোধন করেন মোদি রবিবারেই।

এদিন বিহারের নীতীশ কুমার সরকারের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'গত ১৫ বছরে বিহার দেখিয়েছে রাজ্যে সঠিক সরকার নির্বাচিত করলে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়। বিহারের সংযুক্ত জনতা দল (জেডিইউ), লোক জনশক্তি পার্টি ও বিজেপির জোট সরকার রাজ্যের সমস্ত ক্ষেত্রের উন্নয়নের জন্য কাজ করছে।'

এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে বিহারের পর আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে খানিকটা ইঙ্গিত দিয়ে রাখেন।