বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ঝর্নায় ঝাঁপ ২২ বছরের ছাত্রের! পাথরের খাঁজে আটকে মৃত্যু

২২ বছরের সোমনাথ বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন তিরুপতিতে। আচমকাই তিনি ঝাঁপ দেন ঝর্ণার জলে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দেহ মিলল পাথরের খাঁজে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। চেন্নাইয়ের বাসিন্দা সোমনাথ বন্ধুদের সঙ্গে তালাকোনা জলপ্রপাতের কাছে দল বেঁধে গিয়েছিলেন বনভোজনে।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও সন্ধান মিলছিল না ওই যুবকের। বাধ্য হয়েই পুলিশে খবর দেন সেই দলেরই অন্য একজন। অবশেষে শনিবার পাথরের খাঁজ থেকে উদ্ধার হয় সোমনাথের মৃতদেহ। জলের নিচে দুটি পাথরের মাঝখানে আটকে গিয়েছিল সেই যুবকের মাথা।
জানা গেছে, চেন্নাইয়ের রাজীব গান্ধী কলেজের এমএসসির ছাত্র সোমনাথ। প্রসঙ্গত, তালাকোনা জলপ্রপাতের কাছে এমন ঘটনা এই নিয়ে তিন বার ঘটল কিছু মাসের মধ্যেই। পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে মৃত সোমনাথের দেহটিকে