ক্রুড অয়েলের দামে বিরাট পতন তাহলে কি এবার দাম কমবে পেট্রোল ও ডিজেলের ?

ক্রুড অয়েলের দামে বিরাট পতন তাহলে কি এবার দাম কমবে পেট্রোল ও ডিজেলের ?

দাম কমল অপরিশোধিত তেলের । বিশ্ব বাজারে বর্তমানে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৯১ ডলারের আশপাশে রয়েছে । অশোধিত তেলের দামে পতন দেখা গেলেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামে এর কোনও প্রভাব দেখা যায়নি । এখন জ্বালানির দাম কমার জন্য অপেক্ষা করতে হতে পারে সাধারণ মানুষকে ।

সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি দাম অনুযায়ী, এদিন দিল্লি, মুম্বই-সহ দেশের চার মহানগরে তেলের দামে কোনও বদল করা হয়নি । তবে উত্তরপ্রদেশের একাধিক শহরে দাম বদলেছে জ্বালানির । নয়ডা-গ্রেটার নয়ডায় শুক্রবার পেট্রোল ৪ পয়সা লিটারপ্রতি বেড়ে ৯৬.৬৯ টাকা হয়েছে, ডিজেলের দামও ৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৮৬ টাকা হয়েছে ।

অন্যদিকে, গাজিয়াবাদে অবশ্য পেট্রোল ৩৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.২৩ টাকা হয়েছে , ডিজেল ৩৩ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৯.৪২ টাকা হয়েছে । লখনউ-তে পেট্রোলের ২১ পয়সা দাম কমে ৯৬.৩৬ টাকা হয়েছে । ডিজেল ২০ পয়সা কমে ৮৯.৫৬ টাকা হয়েছে ।

চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-

  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা

অন্যান্য শহরে জ্বালানির দাম

  • নয়ডা- পেট্রোল ৯৬.৬৯ টাকা, ডিজেল ৮৯.৮৬ টাকা
  • গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৩ টাকা, ডিজেল ৮৯.৪২ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৩৬ টাকা, ডিজেল ৮৯.৫৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.৮০ টাকা, ডিজেল ৯৪.৫৬ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে । নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ।

সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি দাম অনুযায়ী, এদিন দিল্লি, মুম্বই-সহ দেশের চার মহানগরে তেলের দামে কোনও বদল করা হয়নি । তবে উত্তরপ্রদেশের একাধিক শহরে দাম বদলেছে জ্বালানির । নয়ডা-গ্রেটার নয়ডায় শুক্রবার পেট্রোল ৪ পয়সা লিটারপ্রতি বেড়ে ৯৬.৬৯ টাকা হয়েছে, ডিজেলের দামও ৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৮৬ টাকা হয়েছে ।

অন্যদিকে, গাজিয়াবাদে অবশ্য পেট্রোল ৩৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.২৩ টাকা হয়েছে , ডিজেল ৩৩ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৯.৪২ টাকা হয়েছে । লখনউ-তে পেট্রোলের ২১ পয়সা দাম কমে ৯৬.৩৬ টাকা হয়েছে । ডিজেল ২০ পয়সা কমে ৮৯.৫৬ টাকা হয়েছে ।

চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-

  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা

অন্যান্য শহরে জ্বালানির দাম

  • নয়ডা- পেট্রোল ৯৬.৬৯ টাকা, ডিজেল ৮৯.৮৬ টাকা
  • গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৩ টাকা, ডিজেল ৮৯.৪২ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৩৬ টাকা, ডিজেল ৮৯.৫৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.৮০ টাকা, ডিজেল ৯৪.৫৬ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে । নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ।