রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে বাংলার কোন কোন জেলা ভাসবে পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদv

রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে  বাংলার কোন কোন জেলা ভাসবে পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদv

পুজোতেও কি দুর্যোগ থাকবে? বঙ্গবাসীর (Weather Update) এখন একটাই চিন্তা।

নিম্নচাপের কালো মেঘ কাটতেই চাইছে না। একটা নিম্নচাপ বিদায় নিতে না নিতেই অন্যটা এসে হাজির। সকাল থেকেই যেন সন্ধের আঁধার নামছে। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা বাড়তেই চারদিক কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে।

আবার বিকেল-সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, দুর্যোগ এখনই কাটছে না (Weather Update)। ১৮ তারিখ মানে রবিবার মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার নাগাদ গভীর নিম্নচাপে বদলে যাবে। নিম্নচাপের জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। কাজেই মহালয়া অবধি যে নিম্নচাপ-বৃষ্টির লুকোচুরি খেলা চলবে সেটা আন্দাজ করাই যাচ্ছে।

আবহাওয়াবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের ওপর দিয়ে গেছে (Weather Update)। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হবে। তবে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে বদলে যাওয়ার পরে উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। এখন থেকেই রাজ্যের সৈকত শহরগুলিতে সতর্কতা জারি হয়েছে। ত্‍স্যজীবীরা যারা সমুদ্রের মাছ ধরতে গেছেন ২১ তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Update)। আজ শনিবার দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।