আদিবাসী নেতার মুখে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়, কী ঘটেছিল, দশমত বললেন নিজের মুখেই

আদিবাসী নেতার মুখে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়, কী ঘটেছিল, দশমত বললেন নিজের মুখেই

ভারতের রাজনীতিতে আজও রয়ে গিয়েছে জাতিবিদ্বেষের কালো ছায়া। সম্প্রতি এক আদিবাসী নেতা দশমত রাওয়াতের (tribal leader speaks about urine Incident) মুখে মধ্যপ্রদেশের বিজেপি নেতার প্রস্রাবের ঘটনায় সেই চিত্র যেন ফের প্রকট হয়ে উঠেছিল।

কিছু দিন আগে আদিবাসী নেতা দশমত রাওয়াতের মুখে (tribal leader speaks about urine Incident) প্রস্রাব করেন মধ্যপ্রদেশের মন্ত্রী প্রবেশ শুক্লা।

এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। তবে সেই ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি তাঁকে মালা পরিয়ে পা ধুইয়ে দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এবার সামনে এল সেই ঘটনার ভিডিও যেখানে সেই আদিবাসী নেতা নিজের মুখে জানাচ্ছেন ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে। ভিডিওতে দেখা যায়, দশমত জানাচ্ছেন মন্ত্রীমশাই আচমকাই প্যান্টের চেন খুলে প্রস্রাব করতে শুরু করেন তাঁর মুখে।

প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পর গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত প্রবেশ শুক্লাকে। তবে তারপরই অভিযুক্তকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানান স্বয়ং দশমত রাওয়াত। এ প্রসঙ্গে অনেকে মনে করছেন হয়তো কোনওরকম চাপ সৃষ্টি করা হচ্ছে আদিবাসী নেতার উপর। তার জেরেই এমন সিদ্ধান্ত। এ অনুমান যে মিথ্যা নয় তা স্পষ্ট এই ভিডিও থেকেই।