মাঝরাতে ভয়াবহ আগুন মাছের আড়তে, ভস্মীভূত লক্ষাধিক টাকার মাছ

মাঝরাতে ভয়াবহ আগুন মাছের আড়তে, ভস্মীভূত লক্ষাধিক টাকার মাছ

মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড মাছের আড়তে। পুড়ে ছাই লক্ষাধিক টাকার মাছ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানার খটির বাজার এলাকায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে মথুরাপুরের খটির বাজারে এক মাছের আড়তে আগুন জ্বলতে দেখেন স্থানীয় মানুষজন। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় মথুরাপুর থানায়, খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্‍পরতায় আগুন নেভানোর কাজে লাগেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাছের আড়তে প্রায় লক্ষাধিক টাকার মাছ মজুত করা ছিল বলে জানান ওই আড়তের মালিক। সেগুলি সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। একইসঙ্গে ওই আড়তে নগদ দু লাখ টাকা রেখে গিয়েছিলেন বলে দাবি তাঁর, সেই টাকাও পুড়ে গিয়েছে বলে দাবি করেন আড়ত মালিক। এই অগ্নিকাণ্ডের জেরে ওই আড়তের আশেপাশে থাকা আরও দুটি মাছের আড়ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া মাছের আড়তের মালিক জানান, প্রায় ৪ লাখ টাকার মাছ ও নগদ ২ লাখ টাকা আড়তে রেখে বাড়ি গিয়েছিলাম। আগুনের ফলে যা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্যদিকে কী ভাবে মাছের আড়তে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। তবে দমকলের তরফে প্রাথমিকভাবে জানানো হয়, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে মাছের আড়তে।