হাইকোর্টের রায়ে করোনায় মৃতের শেষকৃত্যে আত্মীয়রাই

হাইকোর্টের রায়ে করোনায় মৃতের শেষকৃত্যে আত্মীয়রাই

সময় বাংলা# করোনা আক্রান্তের মৃত্যু হলে এবার থেকে শেষকৃত্য করতে পারবেন নিকটাত্মীয়রাই। করোনা আক্রান্তদের শেষ কাজ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবার এ রকমই নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট।

কি বলেছে কলকাতা হাইকোর্ট? যে সমস্ত করোনা আক্রান্তের দেহের ময়নাতদন্ত হবে না, তাদের দেহ এবার থেকে সরাসরি প্রিয়জনকে দিয়ে দিতে হবে। সেই আত্মীয়রা মাস্ক-গ্লাভস, প্রয়োজনে পিপিই কিট পরে সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা করে দেহ শ্মশান বা কবরস্থানে নিয়ে যেতে পারবেন। চুল্লিতে বা কবর দেওয়ার আগে যে সমস্ত ধর্মীয় রীতিনীতি আছে, এবার থেকে সেসবও পালন করতে পারবেন।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে, সব নিয়মকানুন পালন করতে পারবে পরিবার, তবে তা আক্রান্তের মৃতদেহকে না ছুঁয়ে। আর দেহ হাসপাতাল থেকে সরাসরি শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হবে, অন্য কোথাও নয়। হাসপাতাল থেকে পরিবারের হাতে মৃতদেহ দিতে হবে বডি ব্যাগে করে। যেখানে মুখের অংশ প্লাস্টিক দিয়ে ঢাকা থাকবে, যাতে মৃতের মুখ শেষবার দেখতে পান প্রিয়জনেরা এবং পালন করা যায় রীতিনীতিও।

কলকাতা হাইকোর্ট থেকে গাইডলাইন দেওয়া হলেও তার পাশাপাশি রাজ্য বা স্থানীয় প্রশাসনের হাতেও কিছু অধিকার দিয়ে রেখেছে হাইকোর্ট। সবশেষে বলা যায়, করোনা আক্রান্ত মৃতের প্রিয়জনেরা এবার থেকে তাদের অত্যন্ত কাছের মানুষের মুখ শেষবার হলেও দেখতে পাবে।