জেলে দুর্ব্যবহার আর ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর

জেলে দুর্ব্যবহার আর ধর্ষণের ভয় দেখানোর অভিযোগ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর

সময় বাংলা# বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন দিক উঠে আসছে সাধারণ মানুষের সামনে। সুশান্তের মৃত্যুমামলার তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পরেই সুশান্তের মৃত্যুর সাথে ড্রাগসের কোথাও এসে পড়ে। এই ড্রাগস নিয়ে তদন্তভার চালানোর সময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তীর নাম উঠে আসে। সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয় আগেই, এরপর রিয়া চক্রবর্তীকে ৮ সেপ্টেম্বর মাদকযোগে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তীকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হয়। তার প্রথম দফা জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর আরোও একবার জামিনের আবেদন করা হলেও রিয়া চক্রবর্তীসহ তার ভাই সৌভিক চক্রবর্তী এবং অন্যান্য অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। এই আবেদন গত বৃহস্পতিবার পেশ করা হয়েছিল যা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি। সেশন কোর্টে নারকটিকস্ কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করেন যে, রিয়ার যদি বর্তমানে জামিন মঞ্জুর করা হয় তাহলে তিনি প্রভাবশালী লোকের ক্ষমতা খাটিয়ে সমস্ত তথ্য নয়ছয় করতে পারেন।

উল্লেখ্য, এবারের জামিনের আবেদন করার সময় রিয়ার পক্ষ থেকে অভিযোগ আনা হয় যে এনসিবি জোর করে স্বীকারোক্তি নিয়েছে তাঁর থেকে। এছাড়াও তিনি আরো অভিযোগ আনেন জেলে তার সঙ্গে নাকি দুর্ব্যবহার করা হয়েছে। এমনকি তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। যার জেরে রিয়া মানসিকভাবে বর্তমানে বিপর্যস্ত এমনটাই জানানো হয়।

এছাড়াও রিয়ার অভিযোগ টানা ৮ ঘন্টা জেরার সময় তাকে কোনো আইনিব্যবস্থার পরামর্শের জন্য আইনজীবীর সাহায্য নিতে দেওয়া হয়নি এবং তার বাড়ি থেকে জামা-কাপড় আনা হলেও তা রাখতে দেওয়া হয়নি। অন্যদিকে, রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডেরর দাবি, তার মক্কেল নির্দোষ। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। তিনি জানান, জেরার সময় কোন মহিলা অফিসার ছিল না সেখানে, যা থাকাটা আইনমূলক।

রিয়াকে আপাতত বাইকুল্লা জেলে রাখা হয়েছে। এনসিবির পাশাপাশি সিবিআই এবং ইডিও উক্ত ঘটনার তদন্ত চালাচ্ছেন। ইতিমধ্যেই, সুশান্তের মৃত্যু বিষক্রিয়ায় ঘটেছে কিনা জানার জন্য, নায়কের ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এমইসে।