বুড়ো ক্রিকেটারেই আস্থা আফগানিস্তানের এশিয়া কাপে খেলা পাঁচ ক্রিকেটার বাদ গেলেন বিশ্বকাপে

বুড়ো ক্রিকেটারেই আস্থা আফগানিস্তানের এশিয়া কাপে খেলা পাঁচ ক্রিকেটার বাদ গেলেন বিশ্বকাপে

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান। এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেওয়া মহম্মদ নবির উপরেই আস্থা রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বুড়ো নবির কাঁধেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে এশিয়া কাপে খেলা পাঁচ ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শামিউল্লা শিনওয়ারি, হাসমাতুল্লা শাহিদি, আফসর জাজাই, করিম জনত ও নুর আহমেদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। তাঁরা পাঁচ জনই এশিয়া কাপের দলে ছিলেন।

দলে নেওয়া হয়েছে দারউইশ রসুলি, কাইস আহমেদ ও সালিম সফিকে। ২২ বছরের রসুলির এই বছরই আফগানিস্তানের হয়ে অভিষেক হয়েছে। আঙুলে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এই মিডল অর্ডার ব্যাটার। ২০২২ সালের মার্চ মাসে শেষ বার আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন কাইস। তাঁকে আবার দলে নেওয়া হয়েছে। ২০ বছরের সফি প্রথম বার আফগানিস্তানের দলে সুযোগ পেয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল: মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, রহমানুল্লা গুরবাজ, আজমাতুল্লা ওমরজাই, দারইউশ রসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হজরতুল্লা জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সফি, উসমান গনি।

রিজার্ভ দল: আফসর জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ, গুলবদিন নইব।