ফের অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য, 'আত্মহত্যার' কারণ খুঁজছে পুলিশ

ফের অভিনেত্রীর মৃত্যু ঘিরে দানা বাঁধতে শুরু করেছে রহস্য।এবারতামিল অভিনেত্রী জেসিকার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, গত ১৮ সেপ্টেম্বর চেন্নাইতে ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।জেসিকার মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর,কীভাবে জেসিকার মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে ফ্ল্যাটে জেসিকা থাকতেন, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চেন্নাইয়ের ওই অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ যে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে, সেখান থেকে স্পষ্ট, মৃত্যুর আগে জেসিকা অটোয় করে ফ্ল্যাটে পৌঁছন। তারপর হঠাত্ কী হল যে জেসিকা আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে জেসিকার মৃতদেহের পাশ থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করছে। সম্পর্কে ব্যর্থতার কারণেই জেসিকা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে সুইসাইড নোটে।