বলিউডের হাল ফেরাবে আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র'! পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিল্লি হাই কোর্টের

বলিউডের হাল ফেরাবে আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র'! পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিল্লি হাই কোর্টের

অবশেষে ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmāstra)। এই ছবির দিকেই তাকিয়ে রয়েছে বলিউডের বক্স অফিস। কারণ, গত কয়েকটি ছবি খুব একটা লক্ষ্মীলাভ হয়নি বলিউডের ভাঁড়ারে। তাই ভাল ব্যবসার দিকে তাকিয়ে রয়েছে ব্রহ্মাস্ত্র টিম।

তাই ব্যবসার ব্যাপারে কোনও আপোস করতে নারাজ এই ছবির প্রযোজক থেকে পরিচালক সবাই। আর এবার ছবিকে বক্স অফিসে হিট করানোর জন্য 'ব্রহ্মাস্ত্র' পাশে পেল দিল্লি হাইকোর্টকে। এই ছবির পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

ব্রহ্মাস্ত্র ছবির অন্যতম প্রযোজক স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই ছবির পাইরেসি আটকাতে দিল্লি হাইকোর্টে একটি মামলা করেন। সেই মামলাতেই বিচারপতি জ্যোতি সিংহ নির্দেশ দিলেন যে, ছবি যখন প্রেক্ষাগৃহে চলবে বা মুক্তির অল্প কিছু দিনের মধ্যে তা কোনও ওয়েবসাইটে দেখানো যাবে না। এতে ছবির ব্যবসা ধাক্কা খায়। তিনি আরও বলেন, এই ছবি বেআইনি ভাবে কোনও মতেই কোনও ওয়েবসাইটে দেখানো যাবে না। বিচারপতির মতে, একটি ছবি তৈরি এবং তাঁর প্রচারে বহু টাকা খরচ করেন প্রযোজকরা। সেই ছবি লাভের মুখ না দেখলে বিপাকে পড়েন তাঁরা। স্বভাবতই দিল্লি হাইকোর্টের এই রায়ে খুশি 'ব্রহ্মাস্ত্র' টিম।