অনুরাধা পাড়োয়ালের ছেলের জীবনপ্রদীপ নিভে গেল মাত্র ৩৫ বছরে

অনুরাধা পাড়োয়ালের ছেলের জীবনপ্রদীপ  নিভে গেল মাত্র ৩৫ বছরে

সময় বাংলা# ২০২০ সাল, যেন এক মৃত্যুমিছিলের সাল, একে করোনা মহামারীর ভয়াবহতায় সারা পৃথিবী ত্রস্ত তার সাথে আছে মৃত্যুর লাইন। তবে এর সাথে সাথে বহু নামে প্রতিভাবান মানুষের মৃত্যু ঘটেছে এই অভিশপ্ত বছরেই। কয়েক মাস আগেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারিয়েছে বলিউড।

শনিবার সকালে আরও একটি খারাপ খবর এসে উপস্থিত হল বলিউডে। প্রখ্যাত গায়িকা অনুরাধা পাড়োয়ালের ৩৫ বছরের ছেলে আদিত্য পাড়োয়াল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার পরেই জনপ্রিয় ভক্তিগীতি গায়িকার পরিবারে নেমে আসে শোকের ছায়া। জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন আদিত্য যার জন্য হাসপাতালে রেখে তার চিকিৎসাও চলছিল। কিন্তু কিডনি বিকল হয়েই অত্যন্ত কম বয়সে মৃত্যু হয় আদিত্য পাড়োয়ালের।

তার মৃত্যুর খবর শুনে বলিউডে নেমে আসে শোকের ছায়া। বহু মানুষ এই কমবয়সী মিউজিক কম্পোজারের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। আদিত্য পাড়োয়াল বলিউডে মিউজিক অ্যারেঞ্জার এবং প্রডিউসার হিসাবে কাজ করেছেন। ২০২০ সালের শুরুতেই একটি সাক্ষাৎকারে আদিত্য তার সঙ্গীত জীবনে মায়ের অবদানের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, 'মা ভক্তিমূলক সঙ্গীতের ক্ষেত্রে নিজের একটি বিশেষ ছাপ তৈরি করেছেন। আমি ছোট থেকেই দেখে এসেছি মায়ের আরতি, মন্ত্র কিভাবে মানুষের মনকে সুন্দর করে তোলে। আমি ভবিষ্যতে অন্তত একটা মিউজিক কম্পোজ করতে চাই মায়ের জন্য।'

কিন্তু মাকে দেওয়া কথা আর রাখা হলো না তার। তার আগেই মাকে ছেড়ে এবং পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে তিনি পাড়ি দিলেন অন্য জগতে। আদিত্য পাড়োয়াল 'ঠাকরে' ছবিটির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সংগীতের ব্যবস্থাপক এবং প্রযোজক ছিলেন 'সাহেব তু, সরকার তু' গানটির।