অ্যাপেলের নতুন গবেষণা! ব্যাটারি বাঁচাতে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে গান!

অ্যাপেলের নতুন গবেষণা! ব্যাটারি বাঁচাতে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে গান!

IPhone এর ব্যাটারিতে কী করে চার্জ বেশিক্ষণ রাখা যায় সেই বিষয়ে নতুন করে গবেষণা শুরু করেছে Apple। নতুন সেন্সর ব্যবহার করতে পারে এই Tech Giant, যাতে আইফোন বেশিক্ষণ ধরে চার্জ ধরে রাখতে পারে। এই গবেষণার ফলে মনে করা হচ্ছে আগামীদিনে আইফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি হবে, বেশি সময় থাকবে এই ফোনের চার্জ।

কী ভাবছেন শুধু এইটুকু? একদমই না। শোনা যাচ্ছে যে আগামী দিনে উন্নত মানের নতুন প্রযুক্তির সঙ্গে কম দামে আইফোনও আনতে পারে এই সংস্থা। প্লেব্যাক নিজে থেকেই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল যাতে ব্যাটারির আয়ু বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যায়, এমনটাই জানা যাচ্ছে AppleInsider এর রিপোর্ট থেকে। এই রিপোর্টে জানানো হয়েছে প্রতিটি অ্যাপেল ডিভাইস বার, অ্যাপেল পেন্সিল মিউজিক বা যে কোনও ধরনের অডিও চালাতে পারে।

এখানে কম বেশি সবারই মাইক্রোফোন আছে। সেই মাইক্রোফোনে সেন্সর ব্যবহার চায় অ্যাপেলের টেকনোক্র্যাটরা। কিছুদিন আগেই একটি নতুন পেটেন্ট প্রকাশ্যে এসেছে অডিও ও বডি মুভমেন্ট বেসড প্রোঅ্যাক্টিভ অ্যাকশনের। অ্যাপেল তাদের ফোনে এটি ব্যবহর করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ব্যাটারি বাঁচানোর জন্য অডিও বাজানো বন্ধ হয়ে যেতে পারে ব্যাকগ্রাউন্ডে।

iPhone 14 সিরিজ

গত 7 সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে আইফোন 14 সিরিজ। গত সপ্তাহ থেকেই এই সিরিজের বুকিং চালু হয়ে গিয়েছে। ভারতে এবার শুরু হল এই ফোন বিক্রি। তবে iPhone plus ফোনটির বিক্রি দেরি করে হবে একমাত্র, এই ফোনটি আগামী মাসের 8 তারিখ থেকে উপলব্ধ হবে দেশে। 5% ছাড় পাবেন সেই সব কাস্টমাররা যাঁদের HDFC ব্যাংকের কার্ড রয়েছে। অর্থাত্‍ তাঁরা প্রায় 6,000 টাকার ছাড় পাবেন এই ফোনে উপর।

এই সিরিজের যেটা বেস মডেল অর্থাত্‍ iphone 14 এর 128 GB মডেলটির দাম হল 79,900 টাকা। 89,900 টাকায় পাওয়া যাবে এই ফোনের 256 GB মডেলটি। আর 1,09,900 টাকায় পাওয়া যাবে এই ফোনের 512 GB ভ্যারিয়েন্ট। পাঁচটি রঙে উপলব্ধ আছে এই ফোন, এই রঙগুলো হল ব্লু, পার্পেল, মিডনাইট, স্টারলাইট, এবং রেড। 6,000 টাকা অবধি ছাড় পেয়ে যাবেন HDFC ব্যাংকের কার্ড হোল্ডাররা। গ্রাহকরা এছাড়াও নানান অফার পাবেন বিভিন্ন ই-কমার্স সাইটে (E-commerce), যেমন Flipkart, Reliance Digital এবং Croma এ। Amazon এ যদি কেউ এই ফোনটি এক্সচেঞ্জ অফারে কেনেন তাহলে তিনি পাবেন 16,500 টাকার ছাড়। অন্যদিকে Flipkart এ এক্সচেঞ্জ অফারে 22,000 টাকা অবধি ছাড় পাওয়া যেতে পারে।