রাতে ঘুমানোর আগে এই ফেসপ্যাকটি লাগান, মুখ উজ্জ্বল হবে

রাতে ঘুমানোর আগে এই ফেসপ্যাকটি লাগান, মুখ উজ্জ্বল হবে
মুখের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দূষণ ও ভুল পণ্য ব্যবহারের কারণে মুখের উজ্জ্বলতা দেখা যায় না। সেই সঙ্গে অনেকে দিনের বেলায় ত্বকের যত্ন নিলেও রাতে ঘুমানোর আগে ত্বকের প্রতি কোনো মনোযোগ দেন না। এ কারণে ত্বক ফর্সা দেখায়। কিন্তু এমন পরিস্থিতিতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে ঘুমানোর আগে কিছু বিশেষ ফেসপ্যাক লাগালে হারানো ঔজ্জ্বল্য ফিরে পাওয়া যাবে এবং ত্বকও অনেক উপকার পাবে।

ক্রিম এবং রোজ ওয়াটার ফেস প্যাক

- এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে ক্রিম এবং গোলাপ জল নিন এবং উভয়ই ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। এবার মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে তারপর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি লাগালে মুখের পুষ্টি পায় এবং ত্বকে উজ্জ্বলতা আসে।

লেবু ও মধুর ফেসপ্যাক-

লেবু ও মধুর ফেসপ্যাক তৈরি করতে লেবুর রস ও মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগান। এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এই প্যাকটি লাগালে মুখের দাগও দূর হয়।

হলুদ ও দুধের ফেসপ্যাক

হলুদ ও দুধের ফেসপ্যাক মুখে লাগাতে হলুদ ও দুধ মিশিয়ে নিন, এবার এই মিশ্রণটি মুখে ও ঘাড়ে লাগান, এতে করে মুখের উন্নতি ঘটে।