ছোটবেলায় সেনায় যোগদানের স্বপ্ন ছিল, আক্ষেপ মুখ্যমন্ত্রীর

ছোটবেলায় সেনায় যোগদানের স্বপ্ন ছিল,  আক্ষেপ মুখ্যমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগের জেরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তখন সেবকের বায়ুসেনা ঘাঁটির মাটি ছুঁয়েছে। তড়িঘড়ি সেখান থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে বেশ বড়ই চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী নামতেই ছুটে আসেন সেনাবাহিনীর লোকজন। তাঁরাই মুখ্যমন্ত্রীকে সেসময় আপ্যায়ন করেন।চা খাওয়ান। এরপর আহত অবস্থায় কলকাতা ফিরে আসার আগে মমতা সবাইকে ধন্যবাদ জানিয়ে যা বললেন, তা শুনে বেশ অবাকই হলেন ঘটনাস্থলে থাকা সেনা অফিসাররা। জানালেন, তাঁরও স্বপ্ন ছিল সেনায় যোগদান করার। কিন্তু সুযোগ হয়নি।

এদিন জরুরি অবতরণের পর যতক্ষণ না বিমানে চেপে তাঁর কলকাতা ফেরার ব্যবস্থা হচ্ছিল, ততক্ষণ সেবকের ওই বায়ুসেনা ঘাঁটিতেই ছিলেন মুখ্যমন্ত্রী। আহত অবস্থায় থাকা মমতাকে স্বচ্ছন্দে রাখতে চেষ্টার ত্রুটি রাখেননি সেনারা। চা খাওয়ান, এমনকী সেখানে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনাও করেন তাঁরা। সেসব দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী। তারপরই ফিরে আসার আগে নিজের আক্ষেপ সকলের সঙ্গে ভাগ করে নেন। আর সবাইকে ধন্যবাদও জানান।

বায়ুসেনা ঘাঁটিতে এদিন মমতা যখন অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেনার তরফে। তাতে সেনা আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে, তাঁদের প্রশংসা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন 'সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, এঁরা কেউই মাতৃভূমির জন্য আত্মবিসর্জন দিতে পিছপা হন না কেউ। দেশের জন্য সবাই জীবন উত্‍সর্গ করেছেন। আমরা ওঁদের সম্মান করি। সকল যোদ্ধাকে সেলাম। জয় হিন্দ।'

এরপরই সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কপ্টার জরুরি অবতরণ করার পর থেকেই সবাই যে তত্‍পরতার সঙ্গে কাজ করেছেন, সর্বোপরি আমাদের যত্ন করেছেন, তা কোনও দিন ভুলব না। আসলে ছোট থেকে আমারও স্বপ্ন ছিল সেনায় যোগদান করা। কিন্তু তখন সুযোগ হয়নি। আজ অন্তত তাঁদের কর্মকাণ্ড একদম সামনে থেকে দেখার সুযোগ হল। গোটা বছর এঁরা কেউ নিজের পরিবারকে পাশে পা