'শুনো সজনা' দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ

'শুনো সজনা' দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ

 ভারতীয় চলচ্চিত্রে জীবনভরের অবদানের জন্য সরকারের তরফে সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) পুরস্কার দেওয়া হয়। এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ষাট ও সত্তরের দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ (Asha Parekh)।

আশা পারেখ অভিনয় শুরু করেছিলেন একেবারেই ছোট বয়সে। সেই সময়ে বেবি আশা পারেখ নামে স্ক্রিনে পরিচিত ছিলেন তিনি। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শিশু শিল্পী আশা পারেখকে দেখে জহুরির মতো তাঁর অভিনয় ক্ষমতা নজর করেছিলেন পরিচালক বিমল রায়। তখন আশার বয়স মাত্র ১০ বছর। এর পর ১৯৫২ সালে বিমল রায়ের ছবি 'মা'-তে অভিনয় করেছিলেন আশা পারেখ।

তবে বড় হয়ে কিশোরী আশা পারেখ প্রথম অভিনয় করেন সুবোধ মুখোপাধ্যায় প্রযোজিত নাসির হুসেন পরিচালিত 'দিল দেকে দেখো' ছবিতে। সে ছবির হিরো ছিলেন শাম্মী কাপুর। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই ছবি। তার পর আশা পারেখকে নিয়ে আরও ৬ টি ছবি করেছিলেন হুসেন। 'যব প্যার কিসিসে হোতা হ্যায়', 'ফির ওহি দিল লায়া হু', 'তিসরি মঞ্জিল', 'প্যার কা মওসম' এবং 'কারবাঁ'।

১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন আশা পারেখ। তবে ফিল্ম ও টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন। ২০০২ সালে ফিল্ম ফেয়ার লাইভ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান আশা। পরে ২০০৭ সালে তাঁকে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড দেয় ফিকি।