আশ্বিনের 'শারদ প্রাতে' বেজে উঠেছে আলোকবেণু. আজ রবিবার মহালয়া।

আশ্বিনের 'শারদ প্রাতে' বেজে উঠেছে আলোকবেণু. আজ রবিবার মহালয়া।

আশ্বিনের 'শারদ প্রাতে' বেজে উঠেছে আলোকবেণু… আজ অর্থাত্‍ রবিবার মহালয়া। এদিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হচ্ছে। আজই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচালিত আছে। মহালয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি। এই বিশেষ দিনই দেবীর দুর্গার চক্ষুদান হয়। শিল্পীর তুলির টানে জেগে ওঠে প্রতিমার ত্রিনয়ন।

বলা যায়, দুর্গাপূজার সূচনাই হয় এই চক্ষুদানের মাধ্যমে। দেবী দুর্গার চক্ষুদান সম্পর্কে ফালাকাটা ব্লকের মুজনাই এলাকার প্রতিমা শিল্পীরা বলেন, 'বহুদিন ধরেই দেখে আসছি, মহালয়ার দিন ভোরবেলা স্নান করে শুদ্ধ কাপড়ে দেবীর চক্ষুদান করা হয়। আমিও সেই মতোই করে আসছি। এইদিন কাকভোরে রেডিওতে মহালয়া পাঠ, তর্পণ, দেবীপক্ষের শুরু। সব মিলিয়ে এক অনন্য আবহের সৃষ্টি হয়। এটা একটা নস্টালজিক বিষয়।'