Asianet বাংলা চেনা ছন্দে ফিরলেন না বিরাট, পাকিস্তানের বিরুদ্ধে অল্প রানেই ব্যাক টু প্যাভিলিয়ন চেনা ছন্দে ফিরলেন না বিরাট, পাকিস্তানের বিরুদ্ধে অল্প রানেই ব্যাক টু প্যাভিলিয়ন

Asianet বাংলা চেনা ছন্দে ফিরলেন না বিরাট, পাকিস্তানের বিরুদ্ধে অল্প রানেই ব্যাক টু প্যাভিলিয়ন চেনা ছন্দে ফিরলেন না বিরাট, পাকিস্তানের বিরুদ্ধে অল্প রানেই ব্যাক টু প্যাভিলিয়ন

শিয়া কাপে বিরাট কোহলীকে ব্যাট হাতে মাঠে দেখার জন্য অপেক্ষায় ছিলেন সমর্থকরা। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ টানটান হওয়ায় একটা বাড়তি উত্তেজনা চলছিল সকলের মনেই।

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ টি২০ ক্রিকেটে বিরাটের শততম। তিনিই প্রথম ভারতীয়, যিনি তিন ধরনের ক্রিকেটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন।

বিশ্ব ক্রিকেটে এই কীর্তি রয়েছে শুধু নিউজিল্যান্ডের রস টেলরের। সেই ম্যাচ বিরাট চেয়েছিলেন স্মরণীয় করে রাখতে। কিন্তু ৩৫ রানের বেশি করতে পারেননি। ৩৪ বলের ইনিংসে কোহলী বুঝিয়ে দেন ছন্দে রয়েছেন। কিন্তু মহম্মদ নওয়াজের বলে তুলে মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে ফিরে যান।

এশিয়া কাপে নামার আগে ৩৩ বছরের বিরাট বললেন, "১০ বছরে এই প্রথম বার আমি এক মাস ব্যাট ছুঁইনি। শরীর বলছিল থামতে। একটু পিছিয়ে যেতে। কিচ্ছু ভাল লাগত না।"

এশিয়া কাপে বিরাট ব্যাট হাতে নামলেন ঠিকই, কিন্তু, ভক্তদের পছন্দের ফর্মে তাঁকে পাওয়া গেল না। অল্প রানেই বিদায় নিলেন ক্রিকেট দুনিয়ার প্রিয় চিকু।