বিজেপি ছাড়ার ঘোষণা তৃণমূল থেকে আসা আরাক বিজেপি নেতার

বিজেপি ছাড়ার ঘোষণা তৃণমূল থেকে আসা আরাক বিজেপি নেতার

সময় বাংলা# বিজেপি ছাড়লেন কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিংহ। তাঁর অভিযোগ, বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। কোচবিহার জেলায় সাংসদ এবং বিধায়কদের দেখা নেই। বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছিলেন ভূষণ।

শুক্রবার তাঁর ঘোষণা, ‘‘আগামী দিনে নির্দল হিসাবে সাধারণ মানুষের সেবা করতে চাই।’’ ভূষণ বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের আগে কাজ করার লোভে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছিলাম। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কোচবিহারের সাংসদ এবং বিধায়কদের দেখা নেই। উন্নয়ন তো দূরের কথা কোনও কাজের মাধ্যমে এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোন উদ্যোগ নেই তাঁদের।

এখন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা-যত্ন করা উচিত। কিন্তু সেটা ভুলে গিয়ে কেন্দ্র যে চিন্তাভাবনা করছে তার বিরুদ্ধেই আমার এই সিদ্ধান্ত।’’ ভূষণ আরও বলেন, ‘‘অনেক রাজনীতি করেছি। বয়স হয়েছে। বর্তমানে রাজনীতির বাইরে থেকে সমাজের জন্য কাজ করতে চাই। কিছুদিন আগেও একটি ১৫-১৬ লক্ষ টাকার জেনারেটর কোচবিহার পুরসভাকে দান করেছি। বর্তমানে একটি অ্যাম্বুল্যান্স তৈরি করা হচ্ছে।

সেটি রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হবে। রাজনীতির বাইরে থেকে মানুষের সেবা করতে চাই।’’ ভূষণের দলত্যাগ প্রসঙ্গে বিজেপি-র জেলা সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘ভূষণ সিংহ কেন বিজেপি-তে আসলেন, আবার কেন চলে গেলেন তা আমার জানা নেই। হয়ত তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজেপি-তে যোগদান করেছিলেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। তাই তিনি আবার বিজেপি ছাড়লেন। তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি দলে যোগদান করেছিলেন। আবার ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি দল ছেড়েছেন। তিনি বিজেপি-তে যোগদান করাতে যেমন দলে কোনও প্রভাব পড়েনি। আবার তিনি বিজেপি ছেড়ে দেওয়াতেও দলে কোনও প্রভাব পড়বে না।’’