"বাবুল তুমি অন্তর থেকে আমার গান গাওনি'' মুখ্যমন্ত্রীর অনুযোগে অস্বস্তিতে গায়ক

"বাবুল তুমি অন্তর থেকে আমার গান গাওনি'' মুখ্যমন্ত্রীর অনুযোগে অস্বস্তিতে গায়ক

 রবিবার মহালয়ার দিন জাগো বাংলার উত্‍সব সংখ্যা প্রকাশ হয়। সেখানে মুখ্য়মন্ত্রীর কথা ও সুরে প্রকাশ পায় 'উত্‍সবের গান' অ্যালবাম। সেখানে সব শিল্পী গান পরিবেশন করলেও অনুপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। যা নজর এড়ায়নি দলের শীর্ষ নেতৃত্বের।'মান বাঁচাতে' মুখ্যমন্ত্রীর গাড়ির জানলায় বিহ্বল বাবুলকে দেখা যায় কিছু একটা বুঝিয়ে বলার মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন।

তবে বাবুল ভুলে যাওয়ার যে কথা বলেছেন তাতে দলের শীর্ষ নেতৃত্ব কতটা মেনে নেবে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এর পরেই অবশ্য সন্ধ্যায় চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখোমুখি হন বাবুল সুপ্রিয়। তাঁর গানের অ্যালবাম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানেই উল্লেখ করা হয়, বাবুল সুপ্রিয় তাঁর লেখা পুজোর গান অন্তর থেকে গাননি। মহালয়ায় পুজোর উদ্বোধনে চেতলা গিয়ে বালিগঞ্জের বিধায়ক তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়কে এমনই অনুযোগ করলেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন, "বাবুল তুমি আমার গান অন্তর থেকে গাওনি।"