মহালয়ার আগেই দুঃসংবাদ পুজোর মুখে শনি-রবি বন্ধ শিয়ালদহ-মেন লাইনের বহু ট্রেন

মহালয়ার আগেই দুঃসংবাদ পুজোর মুখে শনি-রবি বন্ধ শিয়ালদহ-মেন লাইনের বহু ট্রেন
পুজোর মুখে শনি এবং রবিবার চলবে না শিয়ালদহ-মেন লাইনের একাধিক ট্রেন।
ইছাপুর স্টেশনের কাছে রেলের কাজ চলবে। তাই লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। *মহালয়ার দিন অর্থাত্‍ রবিবার এবং তার আগের দিন শনিবার ইছাপুর স্টেশনের কাছে রেলের কাজ চলবে। তার জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন বন্ধ থাকবে দু'দিন।

56/T-এ ব্রিজে গার্ডার প্রতিস্থাপন করা হবে।
 *এই দু'দিন বন্ধ থাকবে শিয়ালদহ - নৈহাটি, নৈহাটি - শিয়ালদহ, শিয়ালদহ - রানাঘাট, রানাঘাট - শিয়ালদহ, শিয়ালদহ - কল্যাণী সীমান্ত, কল্যাণী সীমান্ত - শিয়ালদহ, শিয়ালদহ - কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর - শিয়ালদহ শাখার ট্রেন।

 *পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নৈহাটি বিভাগে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে পরদিন ১০.৪৫ পর্যন্ত বন্ধ থাকবে। দমদম জংশনের আপ এবং ডাউন উভয় মেন লাইনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক রাখা হবে। *অফিসের সময়ে ট্রেন বন্ধ থাকায় নিত্যযাত্রীরা কী করবেন, তা এখন থেকেই ভেবে আকুল সকলে।

কারণ ওই শাখায় লক্ষ লক্ষ যাত্রী সেই সময়ে যাতায়াত করেন। তার ওপরে পুজোর আগের শেষ রবিবার সকাল। ফলে শেষ মুহূর্তের কেনাকাটা করতেও অনেকে কলকাতা জাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন, সেই সব প্ল্যান একেবারে পণ্ড হতে চলেছে।
ট্রেন বাতিল থাকায় বেজায় নাজেহাল হবেন নিত্যযাত্রীরা। তাই আগেভাগেই পূর্ব রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।