সামনে যাচ্ছে ব্যালট বাক্স, পিছনে ওরা দুজন! হঠাত্ সব শেষ, মারাত্মক ঘটনা

কাশিমনগর: ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স ডিসিআরসি সেন্টারে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। গাড়ির পিছন পিছন এক নির্দল প্রার্থীর দুই সমর্থক মোটর বাইকে করে যাচ্ছিলেন, যাতে কোন রকম কারচুপি না হয়, সেই বিষয়ে নজর দিতে। কিন্তু পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের।
মিত্রপুরের নয়াগ্রাম থেকে ব্যালট বাক্স নিয়ে ডিসিআরসি সেন্টারের উদ্দেশ্যে যখন যাচ্ছিল তারা, সে সময় কুতুবপুর ও কাশিমনগর গ্রামের মাঝে কোনও একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
এদিকে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট হিংসায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে গুরুতর জখন হলেন এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের চোরচিতা গ্রামে।
জানা গিয়েছে, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে জখন হন রবিশঙ্কর দত্ত নামে বছর একান্নর এক ব্যক্তি। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিত্সার জন্য নিয়ে আসা হয় তপসিয়া গ্ৰামীণ হাসপাতালে। পাশাপাশি এদিন চোরচিতা বুথে ছাপ্পা ভোট চলে বলেও অভিযোগ।