চপ্পল পরে বাইক চালালে মোটা জরিমানা সেই টাকায় হবে দামি জুতো

চপ্পল পরে বাইক চালালে মোটা জরিমানা সেই টাকায় হবে দামি জুতো

তাড়াহুড়োতে কিংবা মনের ভুলে চপ্পল পরেই বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছেন? পকেটে যদি কমপক্ষে ১০০০ টাকা না থাকে তাহলে কিন্তু মহা ফ্যাসাদে পড়বেন। শুধু তাই নয়, আপনি যদি হাফপ্যান্ট পরে বাইক চালান সেক্ষেত্রে পকেটে রাখতে হবে প্রায় ২০০০ টাকা।

চপ্পল পরা অবস্থায় কিংবা হাফপ্যান্ট পরে বাইক চালাতে দেখলে ট্রাফিক পুলিশ আপনাকে রাস্তায় ধরবে। তারপর মোটা অঙ্কের জরিমানা চাপাবে। চপ্পল পরার জন্য যে টাকার জরিমানা হবে, সেই টাকাতেই একজোড়া দামি জুতো কিনতে পারবেন।

চপ্পল পরলে বাতিল ড্রাইভিং লাইসেন্স!

দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সড়ক দুর্ঘটনা আটকাতে সচেষ্ট ট্রাফিক পুলিশ। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে বিশেষভাবে জোর দিলেও বর্ষাকালে সড়ক দুর্ঘটনার সংখ্যা কিছুটা বেড়ে যায়। তাই ট্রাফিক নিয়মের উপর বেশি জোর দেওয়া হয়। শুধুমাত্র জোরে গাড়ি চালালে কিংবা সিগন্যাল ভাঙলেই নয়, স্যান্ডেল বা চপ্পল পরে মোটর বাইক চালালে আপনাকে জরিমানা দিতে হতে পারে। কারণ মোটর ভেহিকেল আইন অনুযায়ী, বাইক চালানোর বিশেষ পোশাক বিধি নিয়ম রয়েছে।

২০১৯ সালে সংশোধন করে এই আইনে কিছু পরিবর্তন করা হয়। এই আইন অনুযায়ী, আপনি যদি টু-হুইলার চালানোর সময় চপ্পল কিংবা স্যান্ডেল পরে থাকেন তাহলে মোটরযান আইনে আপনাকে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা দিতে হবে। এর জন্য আপনাকে কমপক্ষে ১০০০ টাকা চালান কাটতে হবে। শুধু তাই নয়, যদি একই ভুল বারবার করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে।

কাছে রখুন দরকারি কাগজ

এছাড়াও সব সময় কাছে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির দূষণ শংসাপত্র। বাইক চালানোর সময় আপনাকে শুধু হেলমেট পরলে হবে না, উপরন্তু হেলমেটের স্ট্রিপ সঠিকভাবে আটকাতে হবে। যাতে দুর্ঘটনা করলে হেলমেট মাথা থেকে খুলে না যায়।

হাফপ্যান্ট পরলে ২০০০ টাকা জরিমানা

আইন অনুযায়ী, বাইক চালানোর সময় এমন জুতো পরতে হবে যা আপনার পা ঢেকে রাখবে। এছাড়াও বাইকের পিছনে সিটে বসা ব্যক্তিকে ফুল প্যান্ট পরতে হবে। হাফ প্যান্ট পরে পিছনের সিটে বসলে জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। হাফপ্যান্ট পরে বাইক চালালে জরিমানা হতে পারে প্রায় ২০০০ টাকা পর্যন্ত।