বড় খবর : দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা UGC-র, তালিকায় রাজ্যের কোনগুলি ?

বড় খবর : দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা UGC-র, তালিকায় রাজ্যের কোনগুলি ?

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির পক্ষ থেকে দেশের ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হল। সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে রাজধানী দিল্লিতে। এরপর স্থান উত্তরপ্রদেশের। পশ্চিমবঙ্গের দুটো বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করল ইউজিসি।

এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের পড়ুয়াদের কোন ডিগ্রী বা শংসাপত্র দিতে পারবে না বলে জানিয়ে দিল ইউজিসি।

ইউজিসির পক্ষ থেকে দেশের মোট ২১ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যায় ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে। যার সংখ্যা হল ৮ টি। এরপর রয়েছে উত্তর প্রদেশ। সংখ্যা ৪ টি, ওড়িশার ২ টি, কর্নাটকের ১ টি, কেরালার ১ টি, মহারাষ্ট্রের ১ টি, অন্ধপ্রদেশের ১ টি, পুদুচেরির ১ টি বিশ্ববিদ্যালয় ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকাতে রয়েছে। আবার পশ্চিমবঙ্গের ২ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করেছে ইউজিসি।

এই বিশ্ববিদ্যালয় গুলি হল চৌরঙ্গীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন ও ঠাকুরপুকুরের ইন্সটিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলো স্বঘোষিত ও উচ্চশিক্ষা নিয়ন্ত্রক কর্তৃক অস্বীকৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। এগুলি অনুমোদনহীন, ইউজিসির নিয়ম মেনে চলে না। এই জাল বিশ্ববিদ্যালয় গুলি পড়ুয়াদের কোনরকম ডিগ্রি বা সার্টিফিকেট দিতে পারবে না বলেও জানানো হয়েছে ইউজিসির পক্ষ থেকে।