বড় সুখবর ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দেওয়ার ঘোষণা করল এই ব্যাঙ্ক

বড় সুখবর ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দেওয়ার ঘোষণা করল এই ব্যাঙ্ক

বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রার গ্রাহকদের জন্য রয়েছে ভাল খবর । এবার ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দেওয়ার ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ । ২ কোটি টাকার কম টার্ম ডিপোজিটে বাড়ানো হল সুদের হার, যা ২ থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিউর হবে । ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার ১৯ সেপ্টেম্বর থেকে লাগু হতে চলেছে ।

সুদের হারে ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে ব্যাঙ্ক ।

অনুমান করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পর থেকে ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো শুরু করে দিয়েছে । প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক তাদের এফডি-র সুদের হার বাড়িয়েছে । এর জেরে ব্যাঙ্কে যাঁরা এফডি করিয়েছেন তাঁরা অনেকটাই লাভবান হয়েছেন । এফডি সকলের কাছে বিনিয়োগ করার অত্যন্ত সুরক্ষিত মাধ্যম মনে করা হয় যেখান থেকে বেশ ভাল অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায় ।

দেখে নিন নতুন সুদের হার-

লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, ৭দিন থেকে ১০ বছরের এফডি-তে ব্যাঙ্ক ২.৫০ শতাংশ থেকে ৬.১০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে । প্রবীণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ সুদ পাচ্ছেন । ৭ থেকে ১৪ দিনের এফডি-তে ২.৫০ শতাংশ এবং ১৫ থেকে ৩০ দিনের এফডি-তে মিলবে ২.৬৫ শতাংশ সুদ । ৩১ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৩.২৫ শতাংশ সুদ, এবং ৯১ থেকে ১৭৯ দিনের এফডি-তে পেয়ে যাবেন ৩.৭৫ শতাংশ সুদ । ১৮০ থেকে ৩৬৩ দিনে ম্যাচিউর হওয়া এফডি-তে মিলবে ৫ শতাংশ এবং ৩৬৪ দিনের এফডি-র ক্ষেত্রে পেয়ে যাবেন ৫.২৫ শতাংশ সুদ ।

মিলবে ৬.১০ শতাংশ সুদ

৩৬৫ থেকে ৩৮৯ দিনের এফডি-তে আগের মতো ৫.৭৫ শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক । ৩৯০ দিন থেকে ২৩ মাসের এফডি-তে মিলেব ৬ শতাংশ সুদ । একই ভাবে ২৩ মাস থেকে ২ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৬.১০ শতাংশ সুদ । ব্যাঙ্ক এবার ২ বছর থেকে ১০ বছরের এফডি-তে পেয়ে যাবেন ৬.১০ শতাংশ সুদ । এর আগে ব্যাঙ্ক ৬ শতাংশ হিসেবে সুদ দিয়ে থাকে ।