পুজোয় আবহাওয়া নিয়ে বড় আপডেট, কী বলছে হাওয়া অফিস!

পুজোয় আবহাওয়া নিয়ে বড় আপডেট, কী বলছে হাওয়া অফিস!
বৃষ্টির ঘাটতি ছিল এবার।
আষাঢ় মাসে বৃষ্টি সেভাবে হয়নি। ভাদ্র মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এবার পুজোয় বৃষ্টি হতে পারে। বৃষ্টির ঘাটতি ছিল এবার।আষাঢ় মাসে বৃষ্টি সেভাবে হয়নি। ভাদ্র মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এবার পুজোয় বৃষ্টি হতে পারে।

এবার পুজো অনেকটা আগে।

৩০ সেপ্টেম্বর পঞ্চমী। তাই অনেকে বলছেন, পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকেই পুজোর আবহাওয়া জানানো মুশকিল। কারণ পুজোর এখনও ১ মাস বাকি।পুজোর এক সপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত এই মাসে উত্তর ও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল মৌসুমি অক্ষরেখা। সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল।

তবে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার কিছুটা পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ অগাস্ট দক্ষিণবঙ্গে কিছুচা বৃষ্টি বাড়তে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে।