'ববির প্রমোশন হয়নি দিলীপের হয়েছে' সোমবার সকাল সকাল ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

'ববির প্রমোশন হয়নি দিলীপের হয়েছে' সোমবার সকাল সকাল ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে শাসক দল। বিধানসভায়, স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন তিনিও মনে করেন বিধানসভায় এ বিষয়ে আলোচনা দরকার। আজ সেই সংক্রান্ত প্রস্তাবই আনতে চলেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তুমুল কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, "তৃণমূল কংগ্রেসের সমস্ত দাদাগিরি শেষ। গোয়ালে ঢুকে গিয়েছে এই দল। রাস্তায় আন্দোলন নেই। কে কখন ঢুকে যাবে তার ঠিক নেই। ওদের 'মেজরিটি' আছে। তাই বিধানসভায় প্রস্তাব পাশ করাবে। তাতে কি যায় আসে? গণতন্ত্র অপমানিত হচ্ছে। এদের অবস্থা এমন নেই কাজ তো খই ভাজ।"

মদনের 'দাওয়াই' মন্তব্য প্রসঙ্গে সোমবার দিলীপ ঘোষ বলেন, "ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে ওঁরা গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গিয়েছেন। পুলিস গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে, বাংলার মুড পাল্টে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে।

অন্যদিকে ক্রমশ বেড়ে চলা ডেঙ্গি সংক্রমণ নিয়েও মন্তব্য করেন দিলীপ। এক্ষেত্রে পুরসভার বিরুদ্ধে বড় অভিযোগ আনেন বিজেপি নেতা। তিনি বলেন, "শুধু পুরসভা না। সারা রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। বড় বড় ইস্যু চলে আসছে। আপনাদের নজরও ঘুরে যাচ্ছে। কিছু বললে মেয়র চেপে যায়। এটা একটা গভীর সমস্যা।" এক্ষেত্রে প্রয়োজনে রাজ্যের উচিত কেন্দ্রের সাহায্য নেওয়া এমনও বলেন দিলীপ ঘোষ।

নন্দীগ্রামে সমবায় ভোটে বিজেপির বিপুল জয় প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, "আমরা ২০১৯ এর পর জিততে শুরু করেছিলাম। তারপর শুরু হল গা জোয়ারি এবং একচেটিয়া ভোট। আবার সাধারণ মানুষ সাহস ফিরে পাচ্ছেন। মালদায় হাই মাদ্রাসা ভোটে ব্যাপক হিংসা হয়েছে। এরা শান্তিতে ভোট করতে পারে না। শান্তিতে ভোট হলে জিততে পারে না।

টিটাগড়ের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, "লেখাপড়া শেষ। চাকরি নেই। যৌবনেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন এই প্রজন্মের ছেলেমেয়েরা। টাকা আর হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে। ওদের হাতে।

ফিরহাদের কথায়, কুণালের কথায় বারবার দিলীপ ঘোষের নাম কেন? এই প্রশ্নের প্রতিক্রিয়ায় এই দিন নাম করেই মন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেন দিলীপ। বিস্ফোরক দিলীপ ঘোষ বলেন, "ববির প্রমোশন হয়নি। দিলীপের হয়েছে। এই দিলীপ থাকলেই তাদের ঘুম হত না। সকাল থেকে আমার পিছনে লাগত।" তিনি আরও বলেন, "দিলীপ লড়াই করে নিজের জায়গা বানাতে জানে।"

অন্যদিকে তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ এদিন বলেন, "ওঁরা ভদ্রলোক। তাই গুটিকয়েক ভদ্রলোক মনের দুঃখে অনেককিছু বলে ফেলেন। আক্ষেপ শুধু এই যে তাঁদের এই দলেই থাকতে হবে।"