ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণ বিতর্ক উসকে দিলেন অর্জুন সিংহ

ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণ বিতর্ক উসকে দিলেন অর্জুন সিংহ

শনিবার ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ! বিশ্বকর্মা পুজোর দিন ঘটনাটি ঘটে টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের ছাদে। যা নিয়ে এলাকায় জোর চাঞ্চল্য। এরই মধ্যে নতুন করে বিতর্ক উসকে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)।

নমুনা সংগ্রহ পুলিশের

ঘটনায় প্রকাশ, স্কুলের ছাদে বিকট শব্দে বিস্ফোরণ (Titagarh school blast) ঘটে। তীব্র আতংকে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় গোটা স্কুলে। স্কুলের বাইরে বেরিয়ে আসেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষিক-শিক্ষিকারা। ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা চলছে, এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা? ঘটনাস্থলে থেকে পেরেক-সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বাইরে থেকেই দুষ্কৃতীরা স্কুলে বোমা ফেলেছে।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

এ দিনের বিস্ফোরণে বরাতজোরে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা- সকলেই অক্ষত রয়েছেন। কিন্তু এই জোরালো বিস্ফোরণে যে কোনো রকমের বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশংকা অভিভাবকদের। এলাকার বাসিন্দারও ছুটে যান স্কুলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই যে স্কুলের ছাদের একটি অংশও উড়ে যায়। এ ব্যাপারে পুলিশির বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, এলাকার দুষ্কৃতী দৌরাত্ম বেড়েই চলেছে। কিন্তু পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হলেও সে ভাবে সক্রিয়তা নজরে পড়ছে না।

স্কুল খালি করার ছক?

টিটাগড়ে এর আগেও একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটেছে। রাজনৈতিক সংঘর্ষও নতুন নয় এলাকায়। গুলিও চালানোর ঘটনা নিয়েও সংবাদ শিরোনামে উঠে আসে এই এলাকা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণ অন্যরকম তাত্‍পর্য বহন করছে। এ ব্যাপারে অর্জুন বলেন, 'একটা স্কুলে ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। সেখানে ছাদের উপর থেকে কে বোমা মারল? ছাদ দেখেই মনে হচ্ছে, সেখানে বোমা মারা হয়েছে। এটা ভয় দেখানোর জন্য করা হতে পারে। নিশ্চয়ই স্কুল খালি করার ব্যাপার ছিল'।