টমেটোর পাহারায় বাউন্সার নামানো হল বেনারসের সবজি দোকানে, নেটপাড়ার জোর হাসাহাসি

টমেটোর পাহারায় বাউন্সার নামানো হল বেনারসের সবজি দোকানে, নেটপাড়ার জোর হাসাহাসি

টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। সেই আকাশছোঁয়া টমেটোর দামকে (Tomato Price) খোঁটা দিতে সোশ্যাল মিডিয়ায় মিমের যুদ্ধ চলছে একপ্রকার। এমনই পরিস্থিতিতে বারাণসীর (Varanasi) এক সবজি বিক্রেতা বাউন্সারদের (Bouncers) নিয়োগ করলেন। না, তিনি সবজির দোকানে সোনা বা হিরে বিক্রয় করবেন না।

টমেটোর যা দাম হয়েছে, তার পাহারা দেওয়ার জন্যই দুজন বাউন্সারকে নিয়োগ করেছেন তিনি। সংবাদমাধ্যম পিটিআই-এর কাছে অজয় ফৌজি নামক ওই সবজি বিক্রেতা বলেছেন, “টমেটোর দাম ব্যাপক বেড়েছে বলেই আমি বাউন্সারদের নিয়োগ করেছি।” তিনি আরও যোগ করে বলেছেন, “অনেকে এই সময় টমেটো চুরি করে নিয়ে যাওয়ার ফন্দি এঁটেছেন। সে সব যাতে না হয়, তার জন্যই এই পদক্ষেপ।”

সমগ্র উত্তর ভারত জুড়ে টমেটোর আগুনে ওঠা দাম। এক মাসের মধ্যে 288% শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতীয়দের বেশিরভাগ খাবারে ব্যবহৃত অতি প্রয়োজনীয় এই আনাজের পাইকারি দাম। দেশের বেশিরভাগ জায়গাতেই টমেটোর দাম এখন 140 টাকা বা তার বেশি দরেই বিকোচ্ছে। শহর কলকাতা ও বাংলার বিভিন্ন প্রান্তে টমেটোর দর কোথায় 100 টাকা কোথাও বা 100 টাকার সামান্য বেশি।

তবে ওই সবজি বিক্রেতা সমাজবাদী পার্টির একজন কর্মীও বটেন। বেনারসের লঙ্কা এলাকায় তিনি সবজি সহ তাঁর মুদির দোকানটি চালান। কয়েক দিন আগেই বেনারসে সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের সঙ্গে একটি টমেটো আকারের কেকও কেটেছিলেন ফৌজি। পিটিআই-এর কাছে তিনি দাবি করেছেন, “টমেটোর দাম নিয়ে মানুষের মধ্যে তর্ক-বিতর্ক শুনতেই পাচ্ছি। আমার দোকানেও লোকজন এসে দাম কমানোর অনেক চেষ্ট করেছিল। সেই সব তর্কের অবসান ঘটাতেই আমি এক্কেবারে পোশাক পরিহিত বাউন্সারদের এখানে নিয়োগ করেছি টমেটোর দেখভাল করতে।”

ফৌজি বলছিলেন তিনি 160 টাকা কিলো দরে টমেটো বিক্রি করছিলেন। আর সেই সময় মানুষ মাত্র 50-100 গ্রাম করে টমেটো ক্রয় করছিলেন। রাজধানী দিল্লির বেশ কিছু মার্কেটে টমেটো বিক্রি হচ্ছে 129 টাকা কেজি দরে, আবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে 150 টাকা কেজি দামে বিকোচ্ছে টমেটো। মুম্বইতে যদিও টমেটোর দাম অন্যান্য মেট্রো শহরের থেকে তুলনামূলকভাবে কম, প্রতি কেজির দাম সেখানে 58 টাকা। চেন্নাইতেও গত সপ্তাহে টমেটোর হোলসেল প্রাইস 40 টাকা কেজি দর থেকে 80-90 টাকা পর্যন্ত হয়েছে।

দেশের দক্ষিণের রাজ্যগুলিতে সম্প্রতি ব্যাপক বৃষ্টিপাতের ফলে সবজির দাম বেড়েছে। তার সবথেকে বেশি প্রভাব পড়েছে টমেটোর উপরেই, যা পাইকারি দোকানে গত সপ্তাহে 100-120 টাকা বা তার বেশি দরেই বিক্রি হয়েছে। ফাস্ট ফুড চেইন ম্যাকডনাল্ডস সম্প্রতি তাদের বার্গার থেকে শুরু করে অন্যান্য খাবারও টমেটো দেওয়া বন্ধ করেছে। সরকারের তরফে টমেটোর উচ্চমূল্যের জন্য বৃষ্টিকে দায়ী করা হয়েছে, যা পরিবহন এবং বিতরণ ব্যবস্থার ব্যাহত করেছে।