মায়ের আলমারিতে কন্ডোম পেল ভাই-বোন! তারপর যা কাণ্ড ঘটাল মেয়ে... ছি ছি চারদিকে!

মায়ের আলমারি খুলেই চমকে উঠলেন ছেলে আর মেয়ে। মায়ের সরঞ্জামের মধ্যে থেকে ভাই-বোন খুঁজে পেলেন কন্ডোম। তার পর মেয়ে যা ঘটালেন, তাতে চমকে উঠতে হয়! মায়ের কন্ডোমের প্যাকেটের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন মেয়ে। আর লিখলেন, 'মায়ের ড্রয়ার খুলে ভাই আজ যা পেয়েছে।'
মাকে নিয়ে ঠাট্টা করতে গিয়ে বিপাকে পড়েছেন মেয়ে।
কেউ আবার সরাসরি মেয়ের কৃতকর্মের জন্য দুষলেন, 'নিজের মাকে নিয়ে এরকম পোস্ট করা যায় নাকি?' অন্য এক নেটিজেন লিখলেন, 'মায়ের ড্রয়ার থেকে কন্ডোম বার করে বিছানায় রেখে ছবি তুলে পোস্ট করছেন কেন? সীমা বোঝেন না?'
একবিংশ শতাব্দীতেও শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া অথবা যৌনতা নিয়ে নাক সিঁটকানো লক্ষ করা যায়। বাবা-মায়ের মধ্যে যে যৌনতা সম্পর্ক থাকতে পারে, সেই বিষয়টি অনেক ছেলেমেয়েই মেনে নিতে পারে না।
কিন্তু স্বামী-স্ত্রী যে এখনও প্রেম, ভালবাসাকে জিইয়ে রেখেছেন নিজেদের মধ্যে, হয়তো এই ঘটনা তারই অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রমাণ।