Modi সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর এই ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা করার সুযোগ

Modi সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর এই ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা করার সুযোগ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর ।
কেননা তেজস এক্সপ্রেসে তাঁদের ভ্রমণ সম্পূর্ণ বিনামূল্যে ।  তবে এই সুযোগ কেন্দ্রীয় সরকারি কর্মীরা তখনই পাবেন যখন তাঁরা অফিসের কাজে ট্রেনে উঠবেন । 

 দিল্লি তেজস এক্সপ্রেস একটি সেমি হাইস্পিড ট্রেন যেখানে আপগ্রেডেড কোচের ব্যবস্থা করা হয়েছে । অর্থমন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিসে জানতে পারা গিয়েছে । একটি নোটিসে জানতে পারা গিয়েছে তেজস এক্সপ্রেসে অফিশিয়াল ট্যুরে কোনও টাকা দিতে হবেনা ।

 এরপরে মোদি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই ট্রেনে যাতায়াতের জন্য সিদ্ধান্ত নিয়েছে ।  এটি বিভাগের OM-এর প্যারা ২-এ বর্ণিত আছে ।

এতে ট্রেনিং ছাড়াও ট্যুর, ট্রেনিং, ট্রান্সফার, রিটায়ারমেন্টেও যাত্রীদের জন্য কার্যকর থাকবে ।
 তেজস এক্সপ্রেস তাঁরাই তেজসে যাত্রা করতে পারবেন যাঁরা শতাব্দীতে যাত্রা করার জন্য অনুমোদিত হবেন । ১৩.০৭.২০১৭ এর OM এর প্যারা ২-এ (ii)-এ নির্দেশিত আছে ।

 
 কেননা এই ট্রেনে যাত্রা করা অর্থাত্‍ প্রিমিয়াম ট্রেনে যাত্রার সমতুল্য । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নোটিসে জানানো হয়েছে তেজস এক্সপ্রেসকে প্রিমিয়াম ট্রেনের তালিকাভুক্ত করা হয়েছে । 

 এই কারণেই এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা অফিসের কাজে এই ট্রেনে যাতায়াত করলে বিনামূল্যে করতে হবে । এছাড়াও রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসের মত প্রিমিয়াম ট্রেনে যাত্রা করতে পারবেন মোদি সরকারের কর্মীরা ।