Whatsapp অ্যাকাউন্ট ডিলিট করা যায়? পদ্ধতি জেনে রাখবেন নাকি!

Whatsapp অ্যাকাউন্ট ডিলিট করা যায়? পদ্ধতি জেনে রাখবেন নাকি!

ক টানা চ্যাটিং, হোয়াটসঅ্যাপ গ্রূপে বন্ধুদের সাথে আড্ডা, দিনের অধিকাংশ সময়ই অনলাইন। এই সব এখন খুবই সাধারণ হয়ে উঠেছে কম বয়সী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে। কিন্তু অনেকেই আছেন যারা এই ধরণের সোশ্যাল মিডিয়া অ্যাপের ফলে নিজের পড়াশুনোয় মনোযোগ দিতে পারছেন না, চাইছেন ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ডিলিট করে দিতে।

কিন্তু পদ্ধতি জানা নেই।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার আগে যে কয়েকটি বিষয় জেনে রাখা দরকার -

১. হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার পর সেটির অ্যাক্সেস আপনি আর নিতে পারবেন না।

২. ডিলিট করার পর উক্ত অ্যাকাউন্ট ডিলিট হওয়ার জন্য ৯০ দিনের একটি পিরিয়ড থাকে।

৩. আপনার সমস্ত মেসেজ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে এবং সকল অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রূপ থেকে আপনাকে সরিয়ে ফেলা হবে।

৪. হোয়াটসঅ্যাপ আপনার গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপ ব্যাকআপও ডিলিট করে দেবে। যদিও ৯০ দিনের পর হোয়াটসঅ্যাপ ডাটার কপি আপনার ব্যাকআপ স্টোরেজে সংরক্ষিত থাকবে।

৫. একবার ডিলিট হয়ে গেলে সেই অ্যাকাউন্ট আপনি আর ব্যবহার করতে পারবেন না। আপনাকে নতুন ইউজার হিসাবে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার পদ্ধতি -

১. প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি লাইন ডটে ক্লিক করুন।

২. এবার সেটিংস অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট অপশনে ভিজিট করুন।

৩. এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট (Delete My Account) অপশন থাকবে সেটিতে ক্লিক করুন।

৪. এবার কান্ট্রি কোড দিয়ে আপনার মোবাইলে নম্বর এন্টার করুন। এখানে একটি বৈধ কারণ দিতে হবে যে কেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করছেন।

৫. পরবর্তী ধাপে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে যাবে হোয়াটসঅ্যাপ থেকে।