বাঁ পা আর কোমরের লিগামেন্টে গুরুতর চোট, বাড়ি থেকেই চিকিত্‍সা করাবেন মুখ্যমন্ত্রী

বাঁ পা আর কোমরের লিগামেন্টে গুরুতর চোট, বাড়ি থেকেই চিকিত্‍সা করাবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। একই সঙ্গে চোট রয়েছে তাঁর বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টে। এসএসকেম হাসপাতালে দীর্ঘ শারীরিক পরীক্ষার পরই জানিয়েছেন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে চোটের কারণে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। আপাতত তিনি বাড়িতে থাকবেন। তবে চিকিত্‍সকদের পরামর্শ মেনে চলবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই জানিয়েছে হাসপাতালের একটি সূত্র।

হাসপাতাল সূত্রের খবর ২০২১ সালের মত গুরুতর চোট না পেলেও হেলিকপ্টার বিপত্তিতিতে তিনি বাঁ দিকে ব্য়াপক চোট পেয়েছেন। এমআরআই, সিটিস্ক্যান, এক্সরে করা হয়েছে। তারপরই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পক্ষ থেকে ডিরেক্টর জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকেই চিকিত্‍সা করাবেন। তবে এজাতীয় চোটের চিকিত্‍সার থেকে যত্নের বেশি প্রয়োজন বলেও জানিয়েছেন চিকিত্‍সকরা। এদিন কলকাতা বাহিম বন্দর থেকে তাঁকে তড়িঘ়ড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ঢোকার সময় তিনি হুইল চেয়ার নেননি। কিন্তু তাঁর চোট গুরুতর বুঝে চিকিত্‍সকরা একপ্রকার জোর করেই তাঁকে হুইল চেয়ার দেন। মুখ্যমন্ত্রী হাসপাতালে যাওয়ার আগেই সেখানে উপস্থিত হয়েছিল রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তাঁর সঙ্গে দেখা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে আপাতত সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মেডিক্যাল পরীক্ষা চলছে। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিন জলপাইগুড়ির মালবাজারে পঞ্চায়েত ভোটের প্রচারসভায় যাওয়ার পথেই বিপত্তি। চপার দুর্ঘটনায় পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে উড়তে শুরু করেন। তলায় বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় তিনি তখনই কপ্টার নামাতে পারেননি। কিছু ক্ষণের মধ্যেই সেবকের এয়ারবেসটি দেখতে পান পাইলট। সেখানেই জরুরি অবতরণ করেন। বিকেলে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর সফর সঙ্গীরা বাগডোগরা থেকে বিমানে কলকাতায় ফেরেন। কলকাতায় তাঁকে চিকিত্‍সা করানো হবে এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর কোমরে ও পায়ে ভালোই চোট পেয়েছেন মমতা। এসএসকেএমে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। ভোট প্রচারের সময়ই আঘাত পান। সেই সময় তড়িঘড়ি করে তাঁকে আনা হয়েছিল কলকাতা। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পায়ে প্ল্যাস্টার হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল তাঁর ওপর হামলা হয়েছে। যা নিয়ে আইন আদালত পর্যন্ত হয়েছিল। যাইহোক ২০২১ সালের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায় পায়ে ব্যান্ডেজ নিয়েই ভোট প্রচারে সামিল হয়েছিলেন।