চিন সৌদির জোট : হুমকির মুখে আমেরিকা ! নতুন কোন সঙ্কটের মুখে দাঁড়িয়ে বিশ্ব?

চিন  সৌদির জোট :   হুমকির মুখে আমেরিকা ! নতুন কোন সঙ্কটের মুখে দাঁড়িয়ে বিশ্ব?

পাত দৃষ্টিতে কয়েকটি ব্যতিক্রম ছাড়া পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে চলে আমেরিকা। সেখানকার তেলের খনিতে আমেরিকার আধিপত্য কারও অজানা নয়।

পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব। বিশ্বের খনিজ তেলের বাণিজ্য অনেকটাই নির্ভর করে তাদের উত্‍পাদন এবং বণ্টনের উপর।

কিন্তু একই এলাকায় সৌদির 'শত্রু' হিসাবে রয়েছে আর এক দেশ। ইরান।

ইরান আর সৌদির মাঝে রয়েছে শুধু পারস্য উপসাগর। তেল থেকে শুরু করে আমেরিকার সান্নিধ্য, নানা বিষয়কে কেন্দ্র করে অতীতে একাধিক বার ঝামেলায় জড়িয়েছে এই দুই প্রতিবেশী দেশ।

কিন্তু সম্প্রতি পশ্চিম এশিয়ার এই দুই 'চিরশত্রু'র মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌজন্যে চিন। তারাই আগ বাড়িয়ে সৌদি এবং ইরানের দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেছে। নানা প্রতিশ্রুতি, প্রস্তাব দিয়ে চুক্তি স্বাক্ষরে রাজি করিয়েছে দুই দেশের প্রধানকে।

ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্টে দাবি করেছে, সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন নাকি আমেরিকাকে 'হুমকি' দিয়েছেন। স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁদের নীতির উপর 'খবরদারি' করতে আমেরিকাকে অর্থনৈতিক ক্ষতি সইতে হতে পারে।