গালওয়ান ভ্যালির দায় চাপিয়ে ভারতকে হুঁশিয়ারি চীনের

গালওয়ান ভ্যালির দায় চাপিয়ে ভারতকে হুঁশিয়ারি চীনের
প্রতিকী চিত্র

সময় বাংলা# গালওয়ানে ভ্যালিতে গত ১৫ জুন চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিল ভারতের কুড়িজন জাওয়ান, সেই ঘটনার দুই মাস যেতে না যেতেই সরাসরি ভারতের উপর এর দায় চাপালেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

নয়াদিল্লির চীনা দূতাবাস থেকে প্রকাশিত একটি ম্যাগাজিনে তিনি দাবি করেছেন - যদি কেউ ভালোভাবে ঘটনাটি খতিয়ে দেখেন তাহলে স্পষ্ট বোঝা যাবে যে এই সংঘর্ষের দায়ে চীনের নয় উস্কানি দেওয়ার জন্যই ভারতীয় বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সীমান্তে মোতায়েন করার চিনা বাহিনীর উপর হামলা চালায়।

এরই সাথে সাথে নরেন্দ্র মোদির সরকারকে হুঁশিয়ারি দিয়ে চীনা রাষ্ট্রদূত লিখেছেন ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক ভারত।  শুধু তাই নয় বাহিনীকে সংযত করার জন্য ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারত যাতে এই ধরনের উস্কানি দেওয়া বন্ধ করে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে যেন নজর রাখে।

গত ১৬ জুন সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনাবাহিনী, সংঘর্ষে প্রাণ হারান রেজিমেন্টের কমান্ডার সন্তোষবাবুর কুড়ি জন সেনা হিমাঙ্কের নিচে তাপমাত্রায় আহত অবস্থায় পড়ে থেকেই অনেকে মারা যান সাম্প্রতিককালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ধরনের প্রাণঘাতী সংঘর্ষ উদাহরণ নেই।

গত সপ্তাহের জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছিলেন নিম্নমানের সামরিক যানবাহনের কারণেই ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে চীনের সেনার মৃত্যু হয়েছে । সংঘর্ষে তাদের কত জন সেনার মৃত্যু হয়েছে সেই খবর গোপন করেছে চীন। যদিও একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ওই ঘটনায় ৩৫ জন চীনার মৃত্যু হয়েছে।