Death : হাতির হানায় মৃত্যু ৪ জনের

Death : হাতির হানায় মৃত্যু ৪ জনের

বুধবার ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হয় ৪ জনের। স্থানীয় তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়ির কাছে বুধবার ২টি পূর্ণবয়স্ক হাতি ও একটি হস্তিশাবক হানা দেয়। চারজনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় দু'টি হাতি। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের।

স্থানীয়দের তাড়া খেয়ে খেয়ে ৮ নম্বর ওয়ার্ডে চলে আসে তিনটি হাতি। সেখানে হাতির হানায় মৃত্যু হয় এক মহিলার। বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় আহত একজনের।

স্থানীয়দের অভিযোগ হাতির হানায় মৃত্যু সংখ্যা বাড়তে থাকলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন 'মন্ত্রী দুয়ারে আসলেও ,হাতি দুয়ারে চলে আসছে।' বন প্রতিমন্ত্রীকে বৃহস্পতিবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফোন সুইচড অফ ছিল।