বিশ্বভারতীর পাঁচিল কান্ডে তদন্তে জেলা পুলিশ

বিশ্বভারতীর পাঁচিল কান্ডে তদন্তে জেলা পুলিশ

সময় বাংলাঃ বিশ্বভারতীর পাঁচিল কান্ডে এবার তদন্তে নামল জেলা পুলিশ। শনিবার জেলা পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ বিষয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে কথা বলেন। ১৭ অগাষ্ট কেন্ত্রীয় কার্যালয়ের পাশে ও শান্তিনিকেতন থানার সামনে ভূবনডাঙ্গা মেলার মাঠে পাঁচিল দেবার প্রতিবাদে কয়েক হাজার মানুষের জড়ো হন।

তখন উত্তেজিত জনতা পাঁচিল দেবার উপকরন সিমেন্ট, ইঁট সব ছুড়ে ফেলে দেয়। মেলার মাঠের পুরাতন একটি গেটও জেসিবি মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ভেঙ্গে ফেলা হয় মেলার মাঠে পাঁচিল দেবার জন্য অস্হায়ী ক্যাম্প অফিস। তুলকালাম হয়ে ওঠে শান্তিনিকেতন। ঘটনার জেরে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে । বিশ্বভারতীর পরিবেশ স্বাভাবিক করতে দিন তিনেকের মধ্যে রাজ্য সরকারের নির্দেশে বীরভূমেরজেলা শাষক মৌমিতা গোদরা বসু জেলা পুলিশ সুপার শ্যাম সিংকে সঙ্গে নিয়ে বিশ্বভারতী সহ আশ্রমিক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী সহ সব পক্ষকে নিয়ে বোলপুর মহকুমা শাষকের কার্যালয়ে বৈঠক ডাকে।

কিন্তু সেদিন বিশ্বভারতীর তরফে কোন প্রতিনিধি যোগ দেয় নি। তারপর বিশ্বভারতী বন্ধ হয়ে যায়। 
এদিকে পাঁচিল কান্ডে ইডি তদন্তে নামে। ইডির সদস্যরা বিশ্বভারতীর সঙ্গে কথা বলে। তারপর জেলা পুলিশের তরফে আজ ফের তদন্তে নামল।