আপনার ফোনে এই WhatsApp নেই তো ? নাহলেই হ্যাক হবে ফোন

আপনার ফোনে এই WhatsApp নেই তো ? নাহলেই হ্যাক হবে ফোন

সাইবার ক্রাইমের ঘটনা আর নতুন নয়। কোথাও না কোথাও ঠিক ফাঁদ পেতে বসে আছে প্রতারকরা। বিশেষজ্ঞদের মতে, সময়ের সাথে হ্যাকাররা হ্যাকিংয়ের নিত্যনতুন উপায় খুঁজে বের করছে। ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন। সম্প্রতি এরকমই একটি অ্যাপ নিয়ে সতর্কবার্তা জারি করল খোদ WhatsApp। সংস্থার তরফে জানানো হয়েছে, না মানলে ব্যান করে দেওয়া হতে পারে গ্রাহকের অ্যাকাউন্ট।

কী সতর্কবাণী দিল এই মেসেজিং প্ল্যাটফর্ম?

মূলত, প্রতিনিয়ত কিছু না কিছু ফিচার যুক্ত হয়ে চলেছে WhatsApp এর মতো একাধিক অ্যাপ্লিকেশনে। যার ফলে বাড়ছে গ্রাহকের চাহিদা। এই সুযোগ কাজে লাগিয়ে বাড়তি ফিচার টোপ দিয়ে ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। যার মধ্যে অন্যতম FMWhatsApp নামক একটি অ্যাপ্লিকেশন।

সিকিউরিটি ফার্ম ক্যাস্পরস্কি-র মতে, এই FMWhatsApp 16.80.0 মড অ্যাপ্লিকেশনে ক্ষতিকর ট্রোজান ভাইরাস চিহ্নিত করা গিয়েছে। বাড়তি ফিচার্সের লোভে ব্যবহারকারীদের ফোনের মেসেজ, গ্যালারি, কন্ট্যাক্ট, স্টোরেজ ইত্যাদির পারমিশন নিয়ে নেওয়া হত। যার ফলে সেই ব্যবহারকারী সমস্ত তথ্যের অ্যাক্সেস পেয়ে যেত তারা।

WhatsApp জানিয়েছে, এই ধরণের ক্ষতিকর ভাইরাস যুক্ত অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকতে।

প্রসঙ্গত, বর্তমানে ইন্টারনেটে প্রচুর পরিমাণে APK ফাইল উপলব্ধ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেইসব অ্যাপ্লিকেশন গুগল দ্বারা স্বীকৃত হয়না। ফলে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই এই ধরণের অ্যাপ ফোন থেকে ঝেড়ে ফেলার পাশাপাশি যতটা এড়িয়ে থাকা যায় ততই মঙ্গল।