ভিড় ঠেলতে চান না তো? পুজো দেখুন মেটাভার্সে ঘরে বসে টিভিতে নয় কলকাতার ঠাকুর দেখুন এই ভাবে

ভিড় ঠেলতে চান না তো? পুজো দেখুন মেটাভার্সে ঘরে বসে টিভিতে নয় কলকাতার ঠাকুর দেখুন এই ভাবে

বাঙালির সবথেকে বড় উত্‍সব দুর্গাপুজোর সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাস্তায় উপচে পড়ছে ভিড়। যাঁরা ভিড় ঠেলতে চান না, তাঁরা কি ঠাকুর দেখা থেকে বঞ্চিতই থাকবেন?

তা কেন! দুর্গাপুজোয় কলকাতার বিখ্যাত কিংবদন্তী মণ্ডপগুলো দেখা যাবে মেটাভার্সের মাধ্যমে।

শুনতে অবাক লাগলেও এই প্রথম মেটাভার্স পদ্ধতিতে শুরু হতে চলেছে 'মেটাপুজো'।কলকাতার বেশ কয়েকটি আইকনিক পুজো মণ্ডপের ছবি দেখা যাবে মেটাভার্সের মাধ্যমে। এর মধ্যে রয়েছে আহিরিটোলা সার্বজনীন, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল এবং টালা প্রত্যয়ের মতো বিখ্যাত পুজোর প্যান্ডেল। এই প্রথম ঘরে বসেই মেটাভার্সের মাধ্যমে কলকাতার এই সকল প্যান্ডেল ঘোরার মজা পাওয়া যাবে। ৩ডি পদ্ধতিতে মেটাভার্সের মাধ্যমে দুনিয়ার যে কোনও প্রান্ত থেকেই কলকাতার জনপ্রিয় দুর্গাপুজোর আমেজ পাওয়া যাবে। এই প্রথম শুরু হতে চলেছে এই মেটাপুজো।

এই 'মেটাপুজো' এই প্রথম চালু করতে চলেছে মেটাফর্ম এক্সপিঅ্যান্ডডিল্যান্ড। তারা মেটাভার্সের মাধ্যমে কলকাতার জনপ্রিয় প্যান্ডেল ৩ডি রিয়্যাকশনের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাইছে। এর মাধ্যমে দুনিয়ার যে কোনও প্রান্তে বসেই কলকাতার বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেল ঘোরার মজা পাওয়া যাবে। এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে প্যান্ডেলে ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং নিজেদের মধ্যে ভাববিনিময় করতে পারবেন। কিন্তু, এর পুরোটাই হবে মেটাভার্সের মাধ্যমে। দুনিয়ার যে কোনও প্রান্ত থেকেই স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মাধ্যমে 'মেটাপুজো'র মজা পাওয়া সম্ভব।

মেটাফর্ম এক্সপিঅ্যান্ডডিল্যান্ড-এর কো-ফাউন্ডার সুকৃত সিং জানিয়েছেন যে, মেটাভার্সের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতার মা দুর্গাকে দেখতে পারবেন এবং প্যান্ডেল ঘোরার সুযোগ পেয়ে যাবেন। ওয়েব ৩.০-এর মাধ্যমে প্যান্ডেল ঘোরার সুযোগ পাবেন সকলে। কলকাতার বিখ্যাত এবং জনপ্রিয় কয়েকটি প্যান্ডেলের দৃশ্য ফুটিয়ে তোলা হবে থ্রি ডাইমেনশনের মাধ্যমে। এর মাধ্যমে মণ্ডপের সঙ্গে সঙ্গে সেখানকার দেবী দুর্গার প্রতিমার দর্শনও পাওয়া যাবে।

মেটাফর্ম এক্সপিঅ্যান্ডডিল্যান্ড-এর আরেক কো-ফাউন্ডার সুবীর বাজাজ জানিয়েছেন যে, যাঁরা এই সময় কলকাতায় নেই, তাঁরা বাইরে থেকেও কলকাতার দুর্গাপুজোর মজা নিতে পারবেন। মেটাভার্সের মাধ্যমে তাঁরা তাঁদের বন্ধু এবং পরিবারের সঙ্গে কলকাতার পুজোয় অংশগ্রহণ করতে পারবেন ঘরে বসেই।