আত্মবিশ্বাস বাড়াতে 'সহজ টিপস সোলো ট্রিপ'

আত্মবিশ্বাস বাড়াতে 'সহজ টিপস সোলো ট্রিপ'

ঘুম থেকে উঠে নাকেমুখে গুঁজে দৌড়নো, দিনভর কাজের চাপ, ফিরে এসে ফের বাড়ির কাজ। প্রত্যেক দিন একই রোজনামচা। মাঝেমধ্যে সব ছেড়ে বেরিয়ে পড়তে ইচ্ছা হয় তো?

সোলো ট্রিপ বা একক সফরের অনেক ফয়দা। যেমন ধরুন, এই ধরনের সফর আত্মবিশ্বাস তৈরি করে।

বাইরের নানা পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ একা খাপ খাইয়ে নিতে গিয়েই বাড়তে পারে আত্মবিশ্বাস, মনে করেন অভিজ্ঞদের অনেকে।

এর সঙ্গেই আসে আরও একটি জিনিস। তা হল প্রবলেম সলভিং স্কিল। সহজ কথায় সমস্যা সমাধানের দক্ষতা।।

একা বেড়াতে গিয়ে অভিনব কিছু সমস্যায় পড়তে হতে পারে আমাদের। পরিস্থিতি মোকাবিলায় ভরসা বলতে আমাদের প্রবলেম সলভিং স্কিল।

সবচেয়ে বড় কথা, সোলো ট্রিপ নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। অন্তর্বীক্ষণ বা ইন্ট্রোস্পেকশন, নিজেকে বোঝার সেরা সময় হয়ে উঠতে পারে এই ট্রিপ।

একা সফর মানে সব সময় যে তা একলা কাটবে তা নয়। অপরিচিতদের মধ্যে থেকেই নতুন পরিচিতি তৈরি হতে পারে।

সব মিলিয়ে সোলো ট্রিপের একাধিক গুণাগুণ রয়েছে। একটু সতর্ক হয়ে ও আগে থেকে পরিকল্পনা করে এগোলে এই ধরনের সফর ব্যক্তিগত বিকাশে সাহায্য় করে।