লক্ষ্মীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি, বেলা গড়ালেই বিরাট বদল আবহাওয়ায়

লক্ষ্মীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি। বেলা গড়ালেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী চার থেকে পাঁচদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের উপর আবহাওয়ার পরিস্থিতি একই থাকবে।
রবিবার লক্ষ্মীপুজোর দিন সকাল থেকে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রৌদ্রজ্বল আকাশ।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরের পর থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শহর কলকাতা ছাড়াও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।
অন্যদিকে, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে। আজ ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও।