'বাবা দুনিয়ার সবচেয়ে সফল ব্যর্থ মানুষ', অর্থাভাবে একদিন হলে ঢুকতে পারেননি শাহরুখ

'বাবা দুনিয়ার সবচেয়ে সফল ব্যর্থ মানুষ', অর্থাভাবে একদিন হলে ঢুকতে পারেননি শাহরুখ

একদম শূন্য থেকেই কেরিয়ার শুরু করেছেন শাহরুখ খান। মুম্বইয়ে যখন এসেছিলেন তখনকার সময়টা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। অনেক কাঠখড় পেরিয়ে টিভিতে সুযোগ। তারপর সেখান থেকে বলিউডে।

আজ যদিও বৈভব্যের চূড়ায় বসে আছেন, তবে ছোটবেলাটা কষ্টেই কেটেছে। ২০১২ সালে এক সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছিলেন ছোটবেলায় একবার বাবার সঙ্গে দিল্লিতে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু টাকার অভাবে হলে ঢুকতে পারেননি। বাইরে বসে গাড়ি গুনেছিলেন দুজন।

শাহরুখ খানের বাবা তাজ মহম্মদ খান ক্যানসারে মারা যান মাত্র ১৫ বছর বয়সে। তাঁর মা লতিফ ফতিমা খানও দীর্ঘ রোগভোগের পর মারা যান ১৯৯০ সালে। ঠিক তার একবছর পরেই গৌরিকে বিয়ে করেন সুপারস্টার। যদিও তখন সবে শুরু করেছেন কেরিয়ার। তাঁদের তিন সন্তান আরিয়ান, সুহানা আর আব্রাম খান।

২০১২ সালে ThinkFest conclave-এ শাহরুখ খান বলেছিলেন, 'আমার মধ্যেই কিছু সমস্যা আছে। আমি সেটা বুঝতেও পারি। কিন্তু সমস্যাটা যে কী সেটাই ধরতে পারি না। আমার একটা সুন্দর পরিবার আছে। কিছু ভালো বন্ধু আছে যাদের সঙ্গে আমি অনেকটা সময় কাটাই। আমি আমার বাবার মতো করে মরতে চাই না। আমি অচেনা হয়ে মরে যেতে চাই না। আমি তাই শুধু সফল হতে চাই। বিশ্বাস করুন, একদম উপরে আছে একাকিত্ব। একটা খালি খালি বোধ হয় নিজেকে। একটা অস্থিরতা, দম আটকানো পরিস্থিতি কাজ করে মনের ভিতরে, যা আমি অভিনয় দিয়ে পূর্ণ করি।'

ছোটবেলাক স্মৃতি হাতরেই এরপর শাহরুখ বলে ওঠেন, 'একজন বাবা আমায় দিল্লিতে নিয়ে গিয়েছিল সিনেমা দেখাবে বলে। কিন্তু ওঁর কাছে যথেষ্ট টাকা ছিল না। আমরা কামানি অডিটোরিয়ামের সামনে বসেছিলাম। আমাকে বাবা বুঝিয়েছিল গাড়ির আসা-যাওয়া দেখতে কত ভালো লাগে। আমি যখন আমার ছেলে আরিয়ানকে নিয়ে বাইরে যাব সিনেমা দেখাতে, তখন যএন আমাকে ওকে গাড়ি দেখাতে না হয়। আমার মনে হয় আমার বাবা ছিল এই দুনিয়ায় সবচেয়ে সফল ব্যর্থ মানুষ, আর আমি ওঁর উপর গর্বিত।'