পুজোর মুখেও দুর্যোগের আশঙ্কা? বিরাট আপডেট হাওয়া অফিসের

পুজোর মুখেও দুর্যোগের আশঙ্কা? বিরাট আপডেট হাওয়া অফিসের

দুর্গাপুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা?

আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির শঙ্কা কেটেছে। নিম্নচাপের অভিমুখ এখন ওড়িশামুখী। মহালয়ার ঠিক আগে নতুন করে রাজ্যে দুর্যোগের সম্ভাবনা কম। পুজোর মাত্র কয়েকদিন আগে বঙ্গবাসীর জন্য বিরাট স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর।

তবে দুর্গাপুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? পুজোর ক'দিনই কি ভোগাবে অসুররূপী বৃষ্টি? সেব্যাপারে এখনও আগেভাগে কিছু জানাতে পারেননি আবাওহাওয়াবিদরা।

পুজো-পুজো গন্ধ আকাশ-বাতাসে। পিতৃপক্ষেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর থেকে জেলা পুজোর শেষ মুহুর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। দিকে-দিকে পুজোমণ্ডপ তৈরির কাজ চলছে।

এরই মধ্যে আবহাওয়ার পরিস্থিতি চিন্তায় ফেলে দিয়েছিল পুজো উদ্যোক্তাদের। পুজোর ঠিক মুখে তৈরি নিম্নচাপের জেরে মণ্ডপ তৈরির কাজে অনেকটাই সমস্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেশ কিছুটা ব্যহতও হয়েছে পুজো মণ্ডপ তৈরির কাজ। একইসঙ্গে পুজোর শেষ মুহূর্তের কয়েকদিনের ব্যবসাও বৃষ্টির জেরে মার খেয়েছে।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আপাতত সরেছে চিন্তার কালো মেঘ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দুই ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।