আপাতত বাড়ছে না বিলিতি মদের দাম, রাজ্যের সুরাপ্রেমীদের পুজো কাটবে নিশ্চিন্তে

আপাতত বাড়ছে না বিলিতি মদের দাম, রাজ্যের সুরাপ্রেমীদের পুজো কাটবে নিশ্চিন্তে

কাশ যতই ভ্রুকুটি দেখাক না কেন পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। রাজপথ ঢেকেছে হোর্ডিংয়ে। শপিং মল থেকে দোকান উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। দর্জির দোকানের সামনে লম্বা লাইন। গত দু'বছর পুজোর আনন্দ ছিল ম্লান, এবার অবশ্য সেই সুযোগ নেই। তাই পার্টি থেকে বেড়ানো প্ল্যানিং জমজমাট। পুজোর আড্ডা মানেই সেখানে আড্ডার সঙ্গে খানাপিনা মাস্ট।

শেষ মুহূর্তের হট্টগোল আর জ্যাম-জমাট এড়াতে সকলেই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখেন। প্রতি বছরই পুজোর আগে সুরাপ্রেমীদের চিন্তা থাকে এবারের আড্ডাতেও পছন্দের পানীয় গ্লাসে থাকবে কিনা। যে হারে দেশে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে চিন্তা থেকেই যায়। তবে এবার বিশ্বকর্মা পুজোর আগের দিনেই সুখবর সুরাপ্রেমীদের জন্য। এবছর পুজোয় দাম বাড়ছে না বিলিতি মদের। যদিও এর আগে আবগারি দফতর সূত্রে খবর ছিল, ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে কার্যকরী হবে নতুন দাম। পুজো কাটছে নির্বিঘ্নেই। তবে দাম বাড়তে পারে পুজোর পর।

রাজ্য জুড়ে এখন উত্‍সবের মেজাজ। শনিবার বিশ্বকর্মা পুজো কাটলেই পুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। উত্‍সবের সময় চাহিদা বাড়ে মদের। আর তাই আফগারি দফতরের এমন ঘোষণায় মন খারাপ হয়ে গিয়েছিল সুরাপ্রেমীদের। দফতর সূত্রে আরও খবর ছিল, দেশি মদের দাম বাড়ার কথা ২০ শতাংশ। বিদেশি মদের দাম বাড়বে ৭-১০ শতাংশ। বৃহস্পতিবার থেকেই দাম বাড়ার কথা ছিল। বেশ কিছুদিন ধরেই বিলাতি মদ প্রস্তুতকারক সংস্থাও দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল। তবে পুজোর আগে মন্দা বাজার চায় না আবগারি দফতর। তাই কথা হলেও শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়নি নতুন দাম।

যদিও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, মদের দোকানগুলিতে পুরনো স্টক শেষ না হওয়াই এর অন্যতম কারণ। দফতরের এক কর্তা জানিয়েছেন, পুরনো দামের স্টিকার লাগানো মদ এখনও রয়ে গিয়েছে। সেই স্টক শেষ না হওয়া পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হল। তবে দাম বাড়ুক বা নাই-ই বাড়ুক অন্য় সময়ের তুলনায় যে পুজোয় মদের বিক্রি অনেক বেশি হবে এ ব্যাপারে নিশ্চিত আবগারি কর্তারা।

তবে পুজোয় এবার সুরাপ্রেমীদের ডাবল ধামাকা। পুজোর আগেই শহরে খুলছে বিলিতি মদের শপিং মল ( Alcohol Shopping Mall)। এক্সক্লুসিভ সেই মলে বসে আড্ডার সঙ্গে মিলবে মদ্যপানের সুযোগও। পূর্বভারতের প্রথম মদের শপিং মল এটি। খুলছে শহরের কেন্দ্রস্থল এজেসি বোস রোডের উপরেই। নানা দেশের নানা স্বাদের ভদকা, বিয়ার, হুইস্কি, ওয়াইন, রাম, জিন সবই মিলবে এই শপিংমলে। যে সব পানীয়ের স্বাদ এতদিন চেখে দেখার সুযোগ হয়নি সেই সাধও এবার পূরণ হতে চলেছে সুরাপ্রেমীদের।